বাসস
  ০৮ জানুয়ারি ২০২৫, ১৫:৪৯
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১৬:২৭

নাটোরে গণমাধ্যম বিষয়ে জনমত জরিপ কার্যক্রম সম্পন্ন

নাটোর, ৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : দৈবচয়ন পদ্ধতিতে জেলায় গণমাধ্যম বিষয়ে জনমত জরিপ কার্যক্রম সম্পন্ন করেছে পরিসংখ্যান ব্যুরো। কম্পিউটার এসিস্টেন্ট পারসোনাল ইন্টারভিউ পদ্ধতিতে তথ্য সংগ্রহ কাজ গত ১ থেকে ৭ জানুয়ারি শেষ হয়।

জেলার সাতটি উপজেলায় ৩৬টি নমুনা এলাকায় ২০টি করে থানাতে গণমাধ্যম সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়। 

অর্থাৎ ৭২০জন ব্যক্তি সংবাদপত্র, রেডিও ও টেলিভিশন, ই-মিডিয়া ইত্যাদি বিষয়ে তথ্য প্রদান করেছেন। জরিপে সংশ্লিষ্ট তথ্যদাতা গণমাধ্যমের বিষয়বস্তু, তাদের আগ্রহ, গণমাধ্যমের স্বাধীনতা ইত্যাদি বিষয়ে তথ্য প্রদান করেন।

জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ পরিচালক মো. শামসুল হকের তত্ত্বাবধানে একজন সুপারভাইজার এবং ১২জন গণনাকারী জরিপ কার্যক্রম পরিচালনা করেন।