রাঙ্গামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

বাসস
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৩:৩৫
জেলার কাউখালী উপজেলার হারাঙ্গীপাড়া এলাকার লেভাপাড়া গ্রামের গরীব ও অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনীর রাঙ্গামাটি সদর জোন। ছবি : বাসস

রাঙ্গামাটি, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার কাউখালী উপজেলার হারাঙ্গীপাড়া এলাকার লেভাপাড়া গ্রামের গরীব ও অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনীর রাঙ্গামাটি সদর জোন। 

আজ সকালে কাউখালী উপজেলার হারাঙ্গীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় গরীব ও অসহায় নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধদের চিকিৎসা সেবা প্রদান করেন, গাইনি বিশেষজ্ঞ মেজর জান্নাতুন নাঈম ডিজিও, রাঙ্গামাটি সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আবীর দাস, মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাহিদা আকতার।

এসময় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।

এ বিষয়ে রাঙ্গামাটি জোনের মেজর মিনহাজুল আবেদিন বাসসকে জানান, রাঙ্গামাটিতে আইনশৃঙ্খলার দায়িত্ব পালনের পাশাপাশি পাহাড়ের দুর্গম এলাকায় বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে নিয়মিতভাবে স্বাস্থ্যসেবাসহ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে সেনাবাহিনী।

তিনি জানান, স্থানীয় জনগণের কল্যাণে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

এ সময় ৩নং ঘাগড়া ইউপি সদস্য মন্টু রঞ্জণ চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিনামুল্যে স্বাস্থ্যসেবাসহ ওষুধ পাওয়ায় খুশি স্থানীয়রা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লক্ষ্মীপুর সদর হাসপাতালে রোগী সেজে চুরি,৭ নারী গ্রেফতার
জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ
নড়াইলে পিঠা উৎসব অনুষ্ঠিত
দৈনিক আজকের কণ্ঠ পত্রিকার ছদ্মবেশে প্রপাগাণ্ডা মেশিন 
যশোরে ২টি সোনার বারসহ এক ব্যক্তি আটক
বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত 
ফেনীতে সম্প্রীতির বাংলাদেশ বিনির্মান বিষয়ক মতবিনিময় সভা
সংযুক্ত আরব আমিরাত গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দেবে না : জ্যেষ্ঠ কর্মকর্তা
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে নতুন অভিযোগ
রাজবাড়ীতে শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী 
১০