সুন্দরবনসংলগ্ন অঞ্চলের বিদ্যালয় পরিদর্শন করলেন গণশিক্ষা উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৩:৪১ আপডেট: : ১০ নভেম্বর ২০২৫, ১৪:৪০
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার রোববার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন প্রত্যন্ত অঞ্চলের কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। ছবি : মন্ত্রণালয়

সাতক্ষীরা, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার রোববার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন প্রত্যন্ত অঞ্চলের কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।

উপদেষ্টা যে বিদ্যালয়গুলো পরিদর্শন করেন সেগুলো হলো— পশ্চিম শ্রীফলকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুড়ি দাতিনাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বুড়ি গোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

নাগরিক সুবিধা বঞ্চিত দুর্গম এলাকার এ সব বিদ্যালয়ের শিক্ষার মান দেখে অধ্যাপক বিধান রঞ্জন সন্তোষ প্রকাশ করেন। 

পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং এ অঞ্চলের শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।


এ সময় উপদেষ্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মানোন্নয়নে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

শিক্ষক স্বল্পতার কারণে পাঠদান যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করে উপদেষ্টা যে সব বিদ্যালয়ে শিক্ষক ঘাটতি রয়েছে, সেগুলোতে দ্রুত শিক্ষক পদায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে নির্দেশ দেন। 

এছাড়া চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে, আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মিরাজুল ইসলাম উকিল, খুলনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. শফিকুল ইসলাম ও শ্যামনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লক্ষ্মীপুর সদর হাসপাতালে রোগী সেজে চুরি,৭ নারী গ্রেফতার
জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ
নড়াইলে পিঠা উৎসব অনুষ্ঠিত
দৈনিক আজকের কণ্ঠ পত্রিকার ছদ্মবেশে প্রপাগাণ্ডা মেশিন 
যশোরে ২টি সোনার বারসহ এক ব্যক্তি আটক
বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত 
ফেনীতে সম্প্রীতির বাংলাদেশ বিনির্মান বিষয়ক মতবিনিময় সভা
সংযুক্ত আরব আমিরাত গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দেবে না : জ্যেষ্ঠ কর্মকর্তা
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে নতুন অভিযোগ
রাজবাড়ীতে শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী 
১০