খুলনার রূপসা নদীতে পন্টুনে ট্রলারের ধাক্কা, নিখোঁজ ১

বাসস
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৩:২৭
ছবি : বাসস

খুলনা, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : খুলনার পূর্ব রূপসায় পন্টুনের সঙ্গে ট্রলারের সংঘর্ষে শেখ মহিদুল হক লিটু (৪০) নামে এক ব্যক্তি নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। গতকাল রোববার রাত ১১টার দিকে রূপসা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ লিটু রূপসা উপজেলার তালিমপুর এগ্রামের মৃত মাহাবুবুর রহমানের ছেলে। তিনি খুলনার সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে নিখোঁজ ব্যক্তির সন্ধানে নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নৌ পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ মহিদুল হক লিটু অফিস শেষে রোববার রাতে রূপসার তিনবটতলা এলাকায় নিজ বাসায় ফিরছিলেন। পশ্চিম রূপসা থেকে ট্রলারে উঠে নদী পারাপারের সময় পূর্ব রূপসার ঘাটে ভেড়ার মুহূর্তে ট্রলারটি পন্টুনের সঙ্গে জোরে ধাক্কা খায়। এতে শেখ মহিদুল হক লিটু নদীতে পড়ে নিখোঁজ হন।

নৌ পুলিশ রূপসা স্টেশনের ইনচার্জ ইন্সপেক্টর আবুল খায়ের বলেন, নিখোঁজ ব্যক্তির সন্ধানে আমরা রূপসা ব্রিজ পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েছি, কিন্তু নদীতে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযানে নৌ পুলিশের পাশাপাশি স্থানীয় ডুবুরি দল ও কোস্টগার্ড সদস্যরা অংশ নিয়েছেন।

তিনি আরও জানান, রাতভর তল্লাশি চালিয়েও রূপসা ঘাটে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ মহিদুল হক মিঠুর সন্ধান মেলেনি। বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নৌ পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। খুলনা সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর টিম লিডার শফিকুল ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের টিম এই অভিযান চালাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লক্ষ্মীপুর সদর হাসপাতালে রোগী সেজে চুরি,৭ নারী গ্রেফতার
জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ
নড়াইলে পিঠা উৎসব অনুষ্ঠিত
দৈনিক আজকের কণ্ঠ পত্রিকার ছদ্মবেশে প্রপাগাণ্ডা মেশিন 
যশোরে ২টি সোনার বারসহ এক ব্যক্তি আটক
বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত 
ফেনীতে সম্প্রীতির বাংলাদেশ বিনির্মান বিষয়ক মতবিনিময় সভা
সংযুক্ত আরব আমিরাত গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দেবে না : জ্যেষ্ঠ কর্মকর্তা
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে নতুন অভিযোগ
রাজবাড়ীতে শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী 
১০