বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২৫

সোনাহাট স্থলবন্দর ও আশ্রয়ণ প্রকল্প পরির্দশন করেছেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব

কুড়িগ্রাম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সীমান্তে অবস্থিত সোনাহাট স্থলবন্দর এবং কুড়িগ্রাম সদর উপজেলায় অবস্থিত বৃহৎ আশ্রয়ণ প্রকল্পের কার্যক্রম আজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। 
পরিদর্শনকালে তিনি বন্দর কর্তৃপক্ষ ও আশ্রয়ণ প্রকল্পের অধিবাসীদের সাথে মতবিনিময় করেন। 
এসময় উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. শাজাহান আলী, রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি ও আশ্রয়ণ-২ প্রকল্পের প্রকল্প পরিচালক যুগ্মসচিব মো. ফেরদৌস খান।
মূখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া জানান, আশ্রয়ণ প্রকল্পের অধিবাসীরা যাতে আয় সংস্থানমূলক কাজে সম্পৃক্ত হতে পারে এজন্য তাদেরকে দক্ষতা অনুযায়ী ঋণ প্রদান করা হবে।