বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪৫

সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রেজা আলীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস): রাষ্ট্রপতি এম আবদুল হামিদ আজ ময়মনসিংহ-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী অ্যাডভোকেট রেজা আলীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় রাষ্ট্রপ্রধান মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য ও ময়মনসিংহের ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রেজা আলী আজ সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তার বয়স ছিল ৮৩।
তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং অনেক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।