বাসস
  ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪৬

অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌসের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস): কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।
এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, আইন পেশায় মিয়া মোহাম্মদ ফেরদৌসের সাফল্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার অবদান কিশোরগঞ্জবাসী আজীবন মনে রাখবে। 
তিনি বলেন, তার মৃত্যুতে কিশোরগঞ্জবাসী একজন দক্ষ ও অভিজ্ঞ আইনজীবীকে হারালো।
রাষ্ট্রপ্রধান মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।