শেরপুর সীমান্তে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও সানগ্লাস জব্দ করেছে বিজিবি

বাসস
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৮:১৫
প্রতীকী ছবি

শেরপুর, ১০ জানুয়ারি ২০২৫ (বাসস): জেলার নালিতাবাড়ী উপজেলায় সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও সানগ্লাস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শুক্রবার দুপুর ২টায় উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাঁষি তালতলী সীমান্ত এলাকা থেকে এসব সামগ্রি জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধীনস্থ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপি’র সীমান্ত পিলার ১১১৮/৬-এস থেকে আনুমানিক পাঁচশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে মায়াঘাঁষি তালতলী এলাকায় অভিযান পরিচালনা করে একটি টহল দল। এ সময় ভারতীয় ২০ হাজার ৮৪৪ পিস সানগ্লাস, ৪১ পিস শাড়ি, ১৫ পিস লেহেঙ্গা এবং ১ পিস গাউন জব্দ করে। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় দুইকোটি ৩১ লাখ ৭৯ হাজার টাকা।

এ বিষয়ে বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাচালান বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২১ জুলাই : কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল, সারাদেশে সংঘর্ষে আরও ১৯ জন নিহত
শাহজালাল বিমানবন্দরে ১৫৭৭ গ্রাম স্বর্ণ উদ্ধার : আটক ২
গণ-অভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে : নাহিদ ইসলাম
শিল্পকলায় জার্মান নাট্যকার ব্রেখটের 'ব্যতিক্রম এবং নিয়ম'-এর দ্বিতীয় সফল মঞ্চায়ন
সিরিয়া-ইসরাইল যুদ্ধবিরতিকে স্বাগত জানালো ইইউ, নাগরিকদের সুরক্ষা প্রদানের আহ্বান
সিরিয়ার দ্রুজ-প্রধান এলাকায় সহিংসতায় নিহত বেড়ে ৯৪০ : পর্যবেক্ষক সংস্থা
জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাই মিলে জাতীয় ঐক্য করব : জাতীয় সমাবেশে জামায়াত আমির 
শহীদ সাংবাদিক তুরাবের শাহাদাত বার্ষিকীতে দ্রুত বিচার নিশ্চিতের দাবি
চরমপন্থা পুনর্বাসন রোধে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের
১০