শেরপুর সীমান্তে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও সানগ্লাস জব্দ করেছে বিজিবি

বাসস
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৮:১৫
প্রতীকী ছবি

শেরপুর, ১০ জানুয়ারি ২০২৫ (বাসস): জেলার নালিতাবাড়ী উপজেলায় সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও সানগ্লাস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শুক্রবার দুপুর ২টায় উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাঁষি তালতলী সীমান্ত এলাকা থেকে এসব সামগ্রি জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধীনস্থ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপি’র সীমান্ত পিলার ১১১৮/৬-এস থেকে আনুমানিক পাঁচশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে মায়াঘাঁষি তালতলী এলাকায় অভিযান পরিচালনা করে একটি টহল দল। এ সময় ভারতীয় ২০ হাজার ৮৪৪ পিস সানগ্লাস, ৪১ পিস শাড়ি, ১৫ পিস লেহেঙ্গা এবং ১ পিস গাউন জব্দ করে। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় দুইকোটি ৩১ লাখ ৭৯ হাজার টাকা।

এ বিষয়ে বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাচালান বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০