শেরপুর সীমান্তে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও সানগ্লাস জব্দ করেছে বিজিবি

বাসস
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৮:১৫
প্রতীকী ছবি

শেরপুর, ১০ জানুয়ারি ২০২৫ (বাসস): জেলার নালিতাবাড়ী উপজেলায় সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও সানগ্লাস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শুক্রবার দুপুর ২টায় উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাঁষি তালতলী সীমান্ত এলাকা থেকে এসব সামগ্রি জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধীনস্থ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপি’র সীমান্ত পিলার ১১১৮/৬-এস থেকে আনুমানিক পাঁচশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে মায়াঘাঁষি তালতলী এলাকায় অভিযান পরিচালনা করে একটি টহল দল। এ সময় ভারতীয় ২০ হাজার ৮৪৪ পিস সানগ্লাস, ৪১ পিস শাড়ি, ১৫ পিস লেহেঙ্গা এবং ১ পিস গাউন জব্দ করে। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় দুইকোটি ৩১ লাখ ৭৯ হাজার টাকা।

এ বিষয়ে বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাচালান বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারতের ভিডিওকে খাগড়াছড়ির বলে ছড়ানোর অপচেষ্টা শনাক্ত: ফ্যাক্টওয়াচ 
নড়াইলে জমে উঠেছে দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়
রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র কার্যকর সমাধান : ইউএন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা
হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার শেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ চলছে
ভুটানের সঙ্গে আন্তঃসীমান্ত রেলপথ নির্মাণ করবে ভারত
ড. ইউনূসের সঙ্গে ইউনিসেফ প্রধানের সাক্ষাত: রোহিঙ্গা শিশুদের শিক্ষা বিষয়ে আলোচনা
হবিগঞ্জে কুমারী পূজা অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বৈঠকে ভাষণ দেবেন ট্রাম্প
ট্রাম্পের গাজা পরিকল্পনাকে স্বাগত জানালেন ইইউ প্রধান 
নলছিটিতে শতাধিক কুকুর-বিড়ালকে জলাতঙ্কের টিকা প্রদান
১০