বাসস
  ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩৫

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে একুশের প্রথম প্রহরে মানুষের ঢল

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ২১ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ ও টুঙ্গিপাড়া শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে মানুষের ঢল নামে।
রাত ১২ টা ১ মিনিটে টুঙ্গিপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। এরপর উপজেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া পৌরসভা, টুঙ্গিপাড়া থানা, মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, পৌর কৃষকলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, পৌর ছাত্রলীগ, মৎস্যজীবী লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 
পরে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। 
শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এদিন সূর্যোদয়ের সাথে-সাথে বিভিন্ন প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে পতাকা উত্তোলন করা ও সকালে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে প্রভাতফেরী বের করা হয়।
সকালে গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও জেলা পুলিশের পক্ষ থেকে টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
সকাল থেকে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর ও রাজনৈতিক, সামাজিক, সেচ্ছাসেবী সংগঠনসহ দূর-দূরান্ত আসা সর্বস্তরের জনতা বঙ্গবন্ধুর সমাধিতে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ঐতিহাসিক এই দিনে বঙ্গবন্ধুর সমাধিতে মানুষের ঢল নামে।