শিরোনাম
ঢাকা, ২১ ফেব্রুয়ারি ২০২৩(বাসস): মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, বাঙালি জাতিকে স্বতন্ত্র মর্যাদায় প্রতিষ্ঠিত করতে একুশের রয়েছে অসামান্য অবদান।
আজ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, একুশ একটি চেতনা, বৈশ্বিক প্রতীক, একটি মহান বিপ্লবের নাম। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুারি মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির জীবন উৎসর্গের ঘটনা বিশ্বের বুকে অনন্য ইতিহাস।
ইন্দিরা বলেন, একুশের চেতনায় উজ্জীবিত আজ সারাবিশ্ব। বিশ্বজুড়ে ৩০ কোটিরও বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলে। আজ বিশ্বে বহুল ব্যবহৃত চতুর্থ ভাষা হিসেবে বাংলা ভাষা স্থান করে নিয়েছে।
প্রতিমন্ত্রী মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে সন্তানদের জানাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন এই মন্ত্রণালয়ের সচিব মো: হাসানুজ্জামান কল্লোল ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. বিশ্বজিৎ ঘোষ। স্বাগত বক্তৃতা করেন শিশু একাডেমির মহাপরিচালক আনজির লিটন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক আবেদা আকতার, অতিরিক্ত সচিব মো: মুহিবুজ্জামান, মুহাম্মদ ওয়াহিদুজ্জামানসহ মন্ত্রণালয় এবং দপ্তর সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
পরে,অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা 'মায়ের ভাষা শিখি, শুদ্ধভাবে লিখি' কর্মসূচির উদ্বোধন করেন।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশু একাডেমির আয়োজনে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরস্কার দেন।