বাসস
  ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৪২

অধ্যা: তাহের হত্যা মামলায় মৃত্যুদন্ডের রায় পুনর্বিবেচনার ওপর রায় ২ মার্চ

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস): রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের আহমেদ হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ২ আসামির রিভিউ আবেদনের শুনানি আগামী বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ রায়ের জন্য আজ এদিন ধার্য করেন।
আদালতে রিভিউ আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এন গোস্বামী ও এডভোকেট এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত এটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।
অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও বাসার কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলমের মৃত্যুদ- বহালের রায় গত ১৪ সেপ্টেম্বর প্রকাশ করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ রায় প্রদানকারী আপিল বিভাগের ৬ বিচারপতি স্বাক্ষরের পর  ৬৮ পৃষ্ঠায় দেয়া রায়টি প্রকাশ করা হয়। এ রায় রিভিউ করার বিষয়ে আবেদন করেন মৃত্যুদন্ডে দন্ডিত দুই আসামি।