বাসস
  ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫৫
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩১

বাংলাদেশ উন্নয়নের সকল সূচকে অভুতপূর্ব সাফল্য অর্জন করেছে : পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : পররাষ্ট্রমন্ত্রী  ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ আর্থ-সামাজিক উন্নয়নের প্রায় সকল সূচকে অভুতপূর্ব সাফল্য অর্জন করেছে। তিনি এ সফলতা ও অগ্রযাত্রাকে যুক্তরাষ্ট্রে তুলে ধরে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরো বৃদ্ধির জন্য প্রবাসীদের প্রতি আহবান জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী গতকাল নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত ‘বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, বীর মুক্তিযোদ্ধারা, রাজনৈতিক নেতৃবৃন্দ, রেমিট্যান্স হাউসের প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
আজ শনিবার ঢাকায় প্রাপ্ত এক সরকারি তথ্য বিবরণীতে এ সংবাদ জানানো হয়েছে। 
এতে বলা হয়, প্রবাসীদের সাথে মতবিনিময়কালে ড. মোমেন ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মহান ভাষা সংগ্রাম ও স্বাধীনতা সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের অবদানের কথা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
পররাষ্ট্রমন্ত্রী অবৈধ পথে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর নেতিবাচক দিকগুলো তুলে ধরে বৈধ পন্থায় রেমিট্যান্স প্রেরণেরও আহ্বান জানান।