বাসস
  ১২ মার্চ ২০২৩, ২৩:২৫

জাতীয় ক্রিকেট দলকে  বিরোধীদলীয়  নেতার অভিনন্দন

ঢাকা,   ১২ মার্চ , ২০২৩, (বাসস) : বিশ্ব চ্যাম্পিয়ন  ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস গড়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন  সংসদে  বিরোধীদলীয় নেতা বেগম  রওশন এরশাদ এমপি।
আজ এক অভিনন্দন বার্তায় জাতীয় ক্রিকেট দলের সকল  খেলোয়াড়, ক্রিকেট কোচ,বাংলাদেশ ক্রিকেট  বোর্ড ও সংশ্লিষ্টদেরকে তিনি এই অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায়  রওশন এরশাদ বলেন,  জাতীয় ক্রিকেট দল শক্তিশালী ইংল্যান্ড দলকে পরাজিত করায় নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। বাংলাদেশ ক্রিকেট দলের টিম স্পিরিট এবং অসাধারণ দক্ষতায় জাতি গর্বিত।
 তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই খেলায় জয়ের মধ্য দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে টাইগাররা।
নিরলস অনুশীলনের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও জয়ের ধারা অব্যাহত রেখে আরও ভালো ফলাফল অর্জন করে জাতিকে গর্বিত করবে বলে বিরোধীদলীয়  নেতা আশা প্রকাশ করেন।