বাসস
  ১৩ মার্চ ২০২৩, ১৮:৪৮

বর্ণ অঙ্কণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দনিয়া পাঠাগারের

ঢাকা, ১৩ মার্চ, ২০২৩ (বাসস) : দনিয়া পাঠাগার আয়োজিত বর্ণ অঙ্কণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 
রবিবার বিকালে দনিয়া কলেজ মিলনায়নে ৭৩ জন শিশুর মাঝে এই  পুরস্কার বিতরণ করা হয়। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬০০জন শিশু বর্ণ অঙ্কণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মধ্য থেকে ৭৪ জনকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ম হামিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর। এতে বিশেষ অতিথি ছিলেন চিত্রশিল্পী আইনুল হক মুন্না ও দনিয়া কলেজের অধ্যক্ষ মো. আলমগীর মিয়া। সভাপতিত্ব করেন দনিয়া পাঠাগারের সভাপতি মো. শাহনওয়াজ। 
অনুষ্ঠানের শুরুতে নৃত্য পরিবেশন করেন দনিয়া সবুজ কুড়ি কচিকাঁচার মেলার শিশু শিল্পীরা।