বাসস
  ১৯ মার্চ ২০২৩, ১১:০৫

কুমিল্লায় বাণিজ্যিকভাবে সূর্যমুখী চাষে সাফল্য

কুমিল্লা (দক্ষিণ), ১৯ মার্চ, ২০২৩ (বাসস) : জেলায় চলতি মৌসুমে বাণিজ্যিক ভিত্তিতে সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে। এবার জেলার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামের কৃষক ওয়ালিদ প্রায় ৮৫ শতাংশ জমিতে সূর্যমুখীর চাষ করেছেন। আবহাওয়া ও জমি চাষের অনুকূলে থাকায় ফলনও বাম্পার হয়েছে। কৃষক ওয়ালিদ সরকার বলেন, আমার ছেলের অনুপ্রেরণাতেই সূর্যমুখীর চাষ করেছি। ফলন ভালো হওয়ায় বেশ ভালো লাগছে। লাভবান হলে আগামীতে আরও বেশি জমিতে চাষ করবো।
সরেজমিনে ঘুরে দেখা যায়, মাঠজুড়ে হাসছে অসংখ্য সূর্যমুখী। এসব ফুল থেকে মধু আহরণে ব্যস্ত মৌমাছিরা। এক ফুল থেকে মধু সংগ্রহ করে উড়ে যাচ্ছে আরেকটিতে। 
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন বাসসকে বলেন, আগে এ উপজেলার কৃষকরা সূর্যমুখীর চাষ না করলেও কৃষক ওয়ালিদ সরকারের দেখাদেখি অনেকেই আগ্রহী হবেন। আমরা তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করবো।