বাসস
  ০৪ এপ্রিল ২০২৩, ২০:২১

বঙ্গবাজারে অগ্নিকান্ডের কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএসসিসির কমিটি গঠন

ঢাকা, ৪ এপ্রিল, ২০২৩ (বাসস) : রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন পূর্বক অগ্নিকান্ডের কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি পরিমাণ নিরূপণের লক্ষ্যে ৮ সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
ডিএসসিসি’র সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত আজ এক দপ্তর আদেশে কর্পোরেশনের অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীনকে আহবায়ক করে গঠিত এই কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে রিপোর্ট প্রদান করতে বলা হয়েছে। 
কমিটির অন্য সদস্যরা হলেন- ডিএসসিসি’র ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতন, সংরক্ষিত আসন নম্বর ৫ এর কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলী, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রাসেল সাবরিন, তত্ত্বাবধায়ক প্রকৌ. (পুর) পরিবেশ, জলবায়ু ও দূর্যোগ ব্যবস্থাপনা সার্কেল মো. খায়রুল বাকের, ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, প্রধান সমাজকল্যাণ ও বস্তিউন্নয়ন কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবেন।