বাসস
  ২৫ এপ্রিল ২০২৩, ২৩:০১

গুলশানে বাস চাপায় বিদ্যুৎ অফিসের প্রকৌশলী নিহত

ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৩ (বাসস) : রাজধানীর গুলশানের শাহজাদপুরে ক্যামব্রিয়ান স্কুলের সামনে একটি যাত্রীবাহী বাসের চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতের নাম মো. সদরুল হক (২৮)। তিনি খিলগাঁও ডিপিডিসির (বিদ্যুৎ অফিসের) ফিল্ড অফিসার পদে প্রকৌশলী হিসেবে কমরত ছিলেন।
আজ মঙ্গলবার রাত  সোয়া ৮ টায়  ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালের পুলিশ ফাঁড়ির  ইনচার্জ  মো. বাচচু  মিয়া জানান, দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত সদরুলের বন্ধু মমিনুল আহত হয়েছেন।
এঘটনায় দুর্ঘটনা কবলিত ভিক্টর পরিবহনের গাড়ি চালককে পুলিশ আটক করেছে এবং যাত্রীবাহী বাসটি জব্দ করেছে। তাৎক্ষণিক ভাবে গাড়ি চালকের নাম জানা যায়নি।
পুলিশ বলছে, নিহত সদরুল রাজশাহী জেলার চারঘাট থানার জাহেদুল হকের পুত্র।  বর্তমানে স্ত্রী মাকসুদা আক্তারকে নিয়ে সবুজবাগের বাসাবো এলাকায় থাকতেন এবং খিলগাঁও বিদ্যুৎ অফিসে ফিল্ড অফিসার পদে আউট সোর্সিংয়ের কাজ করতেন।
নিহত সদরুলের সহকর্মী মমিনুর রহমান জানান, তারা দুই জনই খিলগাঁও বিদ্যুৎ অফিসে আউট সোর্সিংয়ের কাজ করেন। মঙ্গলবার  দুপুরে অফিস থেকে তারা দু' জন মোটরসাইকেল যোগে ভাটারা থানার যমুনা ফিউচার পার্ক ভারতীয় ভিসা সেন্টারে গিয়েছিলেন। পরে ফেরার পথে তারা এই দুর্ঘটনার শিকার হন। লাশ হাসপাতালের মর্গে রয়েছে।