প্রেজেন্টেশনে মুজিববর্ষের লোগো, নেসকোর ৩ কর্মকর্তা বদলি

বাসস
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৬:০৯
প্রেজেন্টেশনে মুজিববর্ষের লোগো, নেসকোর ৩ কর্মকর্তা বদলি। ছবি: বাসস

রংপুর, ১৬ জানুয়ারি, ২০২৫ (বাসস): রংপুরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসির (নেসকো) মতবিনিময় সভার প্রেজেন্টেশনে মুজিববর্ষের লোগো থাকায় তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নেসকোর উপ-মহাব্যবস্থাপক মো. রহমত উল্লাহ-আল-ফারুক অফিস আদেশ জারি করে ওই তিন কর্মকর্তাকে বদলির আদেশ দিয়েছেন।

বদলি হওয়া তিন কর্মকর্তার মধ্যে স্মার্ট প্রিপেমেন্ট মিটার স্থাপন প্রকল্পের পরিচালক মো. মাহবুবুল আলম চৌধুরীকে নির্বাহী প্রকৌশলীর (ইঞ্জিনিয়ারিং) দপ্তরে বদলি করা হয়েছে। একই প্রকল্পের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সাইয়্যিদুল মুরসালীনকে নওগাঁয় ও উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ইয়াকুব আলিকে ঈশ্বরদীতে বদলি করা হয়েছে।

এর আগে গত সোমবার দুপুর জেলা প্রশাসনের আয়োজনে ‘সরকারি অর্থায়নে রাজশাহী ও রংপুর বিভাগে নেসকোর আওতাধীন এলাকায় প্রিপেইড মিটার স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রিপেইড মিটার স্থাপন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রিপেইড মিটার স্থাপন নিয়ে আন্দোলনকারী সংগঠনের নেতারা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিদের ডাকা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

সভার শুরুতে প্রিপেইড মিটারের সুযোগ-সুবিধা বুঝাতে প্রজেক্টরের মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করেন রাজশাহী ও রংপুর বিভাগে নেসকোর আওতাধীন এলাকায় স্মার্ট প্রিপেমেন্ট মিটার স্থাপন প্রকল্প বিভাগ-১ এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সাইয়্যিদুল মুরসালীন। এ সময় স্ক্রিনে ভেসে ওঠা একটি স্লাইডে মুজিববর্ষের লোগো দেখা গেলে সভায় অংশগ্রহণকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও অন্যরা প্রতিবাদ করেন। একপর্যায়ে হট্টগোল শুরু হলে সভা স্থগিত করেন জেলা প্রশাসক।

এ সময় নেসকোর প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম মণ্ডলসহ অন্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নেসকোর প্রধান প্রকৌশলী (রংপুর বিতরণ অঞ্চল) আশরাফুল ইসলাম মণ্ডল বাসসকে বলেন, এই ঘটনায় তিন কর্মকর্তাকে দপ্তর থেকে বদলি করা হয়েছে। ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরকারি ক্রয় বিধি, ২০২৫ কার্যকর 
রাজশাহীতে মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা
অনলাইনে প্রতারণাকারী চক্রের মূল হোতা গ্রেফতার
চরফ্যাশনে জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক শিক্ষার্থীকে জিয়া পরিষদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
ভোলায় ৮০টি পূজামণ্ডপে কোস্টগার্ডের নিরপত্তা জোরদার 
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী গ্রেফতার
ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে ডিএসই’র আজকের লেনদেন
আফগানিস্তানে দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউট : এএফপি 
দুর্গাপূজা উদযাপনে পূজার্থীদের এবার উচ্ছ্বাস বেশি : ফারুক-ই-আজম
দুই বছর পর শতবর্ষী মন্দিরে নারীদের উদ্যোগে দুর্গাপূজার আয়োজন
১০