বাসস
  ১২ মে ২০২৩, ১৭:১৫

বৃষ্টিতে বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় ওয়ানডের টস হতে বিলম্ব

চেমসফোর্ড (ইংল্যান্ড), ১২ মে ২০২৩ (বাসস) : ইংল্যান্ডের চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে বৃষ্টির কারণে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যেকার দ্বিতীয় ওয়ানডের টস হতে বিলম্ব হচ্ছে।
টুইটারে বৃষ্টিতে বিলম্বিত হবার খবর জানিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। টুইট করে তারা লিখেছে, ‘বৃষ্টি পড়ছে এবং টস বিলম্বিত হচ্ছে। আম্পায়াররা মাঠ পরিদর্শন করেছেন।’
বৃষ্টির কারনে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়। এতে ভারতে অনুষ্ঠেয় আসন্ন  ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ নষ্ট হয় আয়ারল্যান্ডের। বিশ^কাপে খেলতে হলে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচেই জিততে হতো আইরিশদের। এখন বিশ^কাপ বাছাই পর্বে খেলতে হবে আয়ারল্যান্ডকে।
বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
আয়ারল্যান্ড দল : অ্যান্ড্রু বলবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টেফেন ডোহেনি, ফিওন হ্যান্ড, গ্রাহাম হুম, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রিন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার ও ক্রেইগ ইয়ং।