বাসস
  ২৮ মে ২০২৩, ১৫:৫৩

বঙ্গবন্ধু’র জুলিও-কুরি শান্তি পদক প্রাপ্তিতে ইফা’র আলোচনা অনুষ্ঠিত

ঢাকা, ২৮ মে ২০২৩ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও-কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উপলক্ষে ‘শান্তি, মুক্তি ও মানবতার অগ্রদূত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগারগাঁও প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা: বশিরুল আলম এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. মনিরুজ্জামান, প্রকল্প পরিচালক মো. নজিবুর রহমান, পরিচালক হাজেরা খাতুন, রাশিদা আক্তার, হাবেজ আহমদ, উপ পরিচাল মো. মোস্তাফিজুর রহমান, মুহাম্মদ মজিব উল¬াহ ফরহাদ ও সহকারী পরিচালক সেলিম সরকার প্রমুখ বক্তব্য রাখেন। 
বশিরুল আলম বলেন,বঙ্গবন্ধু সারাজীবন শান্তি  প্রতিষ্ঠায় লড়াই করেছেন। 
তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠাই ছিল বঙ্গবন্ধুর মূলনীতি। সর্বদা আলোচনা, ধৈর্য্য, সহনশীলতার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করতেন তিনি। তাই বঙ্গবন্ধুর শান্তি প্রতিষ্ঠার এই আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে পারলেই বিশ্ব শান্তি  প্রতিষ্ঠায় অবদান রাখা সম্ভব হবে।