চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসনে সুষ্ঠু সমন্বয় জরুরি: পানিসম্পদ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ২৩:৫১
চট্টগ্রামে খাল পরিদর্শন করছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : বাসস

ঢাকা, ১৮ জানুয়ারি, ২০২৫ (বাসড) : পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসনে প্রকল্পগুলোর বাস্তবায়নকারী সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সুষ্ঠু সমন্বয় জরুরি ।

তিনি বলেন,  এ লক্ষ্যে আমরা সবগুলো সংস্থাকে নিয়ে আগামীকাল রোববার একসাথে বসবো। সেখানে এই প্রকল্পগুলোতে  চলতি বছরের বর্ষা এবং পরের বর্ষায় আমরা কি সুফল পাব সেসব বিষয়ে আলোচনা করবো।

চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে গৃহীত বিভিন্ন প্রকল্প পরিদর্শনকালে উপদেষ্টা রিজওয়ানা হাসান আজ এ কথা বলেন।

দীর্ঘদিনের সমস্যা একদিনে সমাধান হওয়ার নয়-উল্লেখ করে তিনি বলেন, প্রকল্পটা জনকল্যানকর হলে অব্যাহত থাকবে। আর যদি দেখি মানুষের কাজে লাগছে না তাহলে আমাদেরকে অন্যদিক থেকে সমাধানের চিন্তা করবো।

এর আগে উপদেষ্টা রিজওয়ানা  হাসান রেলপথ, সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজমকে নিয়ে চট্টগ্রাম মহানগরের জামাল খাঁন খাল (লাভ লেইন), মির্জাপুল, এন. মোহাম্মদ ব্রিজ (বহদ্দারহাট), রাজাখালি ৫ নম্বর ব্রিজ, চাক্তাই খাল রেগুলেটর সংলগ্ন খাল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে গণমাধ্যমের প্রতিনিধিদের প্রশ্নের উত্তরে পানি সম্পদ উপদেষ্টা আরও বলেন, এখানে খালগুলো ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে। খালের ওপর অনেক জায়গায় বড় বড় ভবন উঠে গেছে, ৮ তলা ৬ তলা ভবন  গেছে, ৩টা স্পটে দেখলাম বড় বড় ভবনের এর পাশ ভাংতে হচ্ছে এটা একটা সমস্যা।

তিনি আরও বলেন, দ্বিতীয় সমস্যা হচ্ছে এখানে পানির প্রবাহ বাঁধাগ্রস্ত হচ্ছে। পাহাড়গুলো কাটার ফলে মাটিগুলো এসে খালে পড়ছে এবং রয়েছে প্রচুর পলিথিন এবং প্লাস্টিক।

এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন চৌধুরী, পানি সম্পদ সচিব নাজমুল আহসান,পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তাহমিদ হোসেন,সিডিএ চেয়ারম্যান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
১০