বাসস
  ১৩ জুন ২০২৩, ২০:৪৬

কুমিল্লায় হত্যার মামলায় ১ আসামীর মৃত্যুদন্ড

কুমিল্লা, ১৩ জুন, ২০২৩ (বাসস) : জেলায় হত্যার অভিযোগে এক আসামীকে আজ মৃত্যুদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ডের রায় প্রদান করা হয়েছে আদালত। 
কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিজ্ঞ বিচারক সেলিনা আক্তার হত্যা মামলার ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন। 
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২৫ অক্টোবর রাতে নাঙ্গলকোট উপজেলায় চান্দলা গ্রামে জবা বেগম (৭৫) কে হত্যা করে বালিশ চাঁপা দিয়ে রেখে দু®কৃতিকারীরা পালিয়ে যায়। এ সময় দু®কৃতিকারীরা নিহত জবা বেগমের ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। 
এ ব্যাপারে নাঙ্গলকোট থানায় হত্যা মামলা দায়ের করা হয়। র‌্যাব ও থানা পুলিশ বৃদ্ধা হত্যার মামলা তদন্তে তথ্য প্রযুক্তির মাধ্যমে বৃদ্ধাকে খুন করার অভিযোগে একই উপজেলার সিজিয়ারা গ্রামের মৃত আবদুল গফুরের পুত্র খুনি খোরশেদ আলমকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী খোরশেদ আলম বৃদ্ধ জবা বেগমকে হত্যার ঘটনা স্বীকার করে। 
হত্যা মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করে অতিরিক্ত পিপি এডভোকেট মফিজুর রহমান এবং এডভোকেট মাসুদ ইকবাল মজুমদার।