সাবেক এমপি হেনরীর জমি, ফ্ল্যাটসহ ৫৮ কোটি টাকা অবরুদ্ধের নির্দেশ

বাসস
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১৯:১৩
সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি। ছবি: সংগৃহীত

ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৫ (বাসস): সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরির জমি, ফ্ল্যাটসহ ৪৫টি স্থাবর সম্পত্তি অবরুদ্ধের (ক্রোক) আদেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে হেনরীর ১৬ টি গাড়ি, ১৯ ব্যাংক হিসাবে প্রায় ৫৭ কোটি টাকা ও যৌথ মালিকানাধীন ৪ কোম্পানির এক কোটি ৩৪ লাখ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ এসব সম্পত্তি ক্রোক করার জন্য আবেদন করলে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

এর আগে, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫ নভেম্বর জান্নাত আরা হেনরি, তার স্বামী ও মেয়ের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা দেয় আদালত।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয় গত ২০ আগস্ট। গত ১ অক্টোবর মৌলভীবাজার থেকে স্বামীসহ গ্রেফতার হন তিনি।

দুদক সূত্রে জানা যায়, জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদারের ৪৯ ব্যাংক হিসাবে প্রায় ৩,৮৯৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। একই সঙ্গে প্রায় ৭৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনেরও প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এসব অভিযোগে তাদের বিরুদ্ধে গত ২৩ ডিসেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করে দুদক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরাইলের
ফ্লোরিডায় দোষী সাব্যস্ত সিরিয়াল কিলারের মৃত্যুদণ্ড কার্যকর
পঞ্চগড়ে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ আটক ১
ইরান ও সিরিয়া বিষয়ে নেতানিয়াহুর সাথে রুবিও’র আলোচনা হয়েছে
ওয়ালমার্টের শক্তিশালী ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশ, শুল্কের কারণে মূল্য বৃদ্ধির আশঙ্কা
সালমান রুশদির ওপর হামলার দায়ে মার্কিন-লেবাননি নাগরিকের সাজা ঘোষণা আজ
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে
মিশ্র অর্থনৈতিক তথ্যের পর মার্কিন শেয়ারবাজারে বেশিরভাগ সূচক ঊর্ধ্বমুখী
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তুরস্কে বৈঠকে বসছে ইউরোপীয় শক্তিগুলো
রাশিয়ার স্থলবাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন পুতিন
১০