বাসস
  ১৯ জুন ২০২৩, ১৯:০৯

শিক্ষা ব্যবস্থায় চতুর্থ শিল্প বিপ্লবকে কার্যকর করতে প্রযুক্তিগত শিক্ষা দরকার : বিডিইউ উপাচার্য

ঢাকা, ১৯ জুন, ২০২৩ (বাসস) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (বিডিইউ) এর উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেছেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় চতুর্থ শিল্প বিপ্লবকে কার্যকর করতে প্রযুক্তিগত শিক্ষা দরকার।
তিনি বলেন, প্রযুক্তিগত শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করতে হবে। এক্ষেত্রে প্রোগ্রামিং এবং কোডিং নলেজ থাকা জরুরি। চতুর্থ শিল্প বিপ্লবে মানুষের নির্দেশনা ছাড়াই মেশিন নিজে কাজ করবে। ফলে, প্রযুক্তিকে মানুষের কাজে লাগাতে হবে।
আজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভা কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিওরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘এডুকেশন-৪.০’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি প্রযুক্তিতে নেতৃত্ব দিতে পারবে এবং এজন্য বাংলাদেশে প্রতিটি বিভাগের কারিকুলাম চতুর্থ ও পঞ্চম শিল্প বিপ্লবের কথা বিবেচনা করে প্রস্তুত করা হয়েছে।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিওরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক ও শিক্ষা প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মো. আশরাফুজ্জামান সভাপতিত্ব করেন। 
এসময় আইকিউএসি’র সহকারী পরিচালক ও প্রভাষক সুজন চন্দ্র সূত্রধর, আইওটি ও রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সামছুদ্দীন আহমেদ সহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকগণ সেমিনারে অংশগ্রহণ করেন।