বাসস
  ০৪ জুলাই ২০২৩, ১০:৪৩

’এসএসসি ৮৬ জয়পুরহাট’ ব্যাচের ঈদ পুনর্মিলনী

জয়পুরহাট, ৪ জুলাই, ২০২৩ (বাসস) : এসো মিলি বন্ধুরা সম্প্রীতির বন্ধনে” এ স্লোগানকে সামনে রেখে স্থানীয় স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে মঙ্গলবার  সকাল ৯টায় অনুষ্ঠিত হলো ”এসএসসি ৮৬ জয়পুরহাট” ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।  
জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে সারাদেশ থেকে আসা ৮৬ বন্ধু অংশগ্রহণ করে। পরিচিতি পর্ব, বন্ধুদের মিউজিক পিলো, বাস্কেটে বল নিক্ষেপ, কবিতা আবৃত্তি, কুইজসহ নানা আয়োজন চলবে দিনভর। লটারী শেষে পুরস্কার বিতরণ এবং সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এসো মিলি বন্ধুরা সম্প্রীতির বন্ধনে সম্পর্কিত আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষক মাহবুব মোরশেদুল আলম লেবু। ”এসএসসি ৮৬ জয়পুরহাট” সংগঠনের সাধারণ সম্পাদক পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্নার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা পর্ব। আলোচনায় অংশ গ্রহণ করেন ৮৬ বন্ধুদের মধ্যে ডা: নাসিমা আক্তার নীনা, ডা: সাইফুল ইসলাম, আবু হেনা মস্তোফা কামাল, ইউসুফ হারুন, আবু কাউসার, মর্তুজা হাসান, মারুফ হাসান, সাজ্জাদ হোসেন, রাজিউর রহমান রুবেল, মোকসেদ আলী, কবির আকবর চৌধুরী তাজ, এ্যাড: খলিলুর রহমান প্রমূখ। কবি এনামুল হক টপি ও নার্গিস সেলিমা খুশির সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সামাজিক কার্যক্রম পরিচলনার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত  গ্রহণ করা হয়। দুই শতাধিক ”এসএসসি ৮৬ জয়পুরহাট” ব্যাচের বন্ধুরা ওই অনুষ্ঠানে অংশগ্রহণ  করেন।