বিলুপ্তপ্রায় শীতল পাটি বাঁচিয়ে রাখতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ

বাসস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১০:৪৩
'শীতল পাটি' ও সূক্ষ্ম হস্তশিল্প । ছবি:বাসস

 

ঝালকাঠি, ১০ আগস্ট, ২০২৫ (বাসস): ঐতিহ্যবাহী 'শীতল পাটি' ও সূক্ষ্ম হস্তশিল্পকে বাঁচিয়ে রাখতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। 

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ড. জিয়াউদ্দিন হায়দার এ কথা জানিয়েছেন।

শনিবার ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর গ্রাম পরিদর্শনের সময় এ প্রতিশ্রুতি দেন এই বিএনপি নেতা। 

বহু প্রজন্ম ধরে কামদেবপুরের অসংখ্য পরিবার ঐতিহ্যবাহী ‘শীতল পাটি’ তৈরিতে জড়িত ছিল। একসময় এই সূক্ষ্ম হস্তশিল্প ছিল অঞ্চলের অর্থনীতির গর্ব। কিন্তু দারিদ্র্য, বাজারে প্রবেশাধিকারের সংকট ও সরকারের দীর্ঘদিনের অবহেলায় এই শিল্প এখন বিলুপ্তির পথে।

ড. হায়দার স্থানীয় কারিগরদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দুঃখ-দুর্দশা ও স্বপ্নের কথা শোনেন। তিনি বলেন, এই অঞ্চলের কারিগরদের হাতে অপরিসীম দক্ষতা থাকলেও সঠিক সহায়তা ও বাজারের অভাবে তাদের পণ্য হারিয়ে গেছে। পতিত স্বৈরাচারী সরকার এ শিল্পের উন্নয়নে কোন অর্থনৈতিক প্রণোদনা বা প্রযুক্তিগত সহায়তা দেয়নি। 

জিয়াউদ্দিন হায়দার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা এই পরিস্থিতি পরিবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ। আগামীতে বিলুপ্তপ্রায় ও ঐতিহ্যবাহী শীতল পাটি হস্তশিল্পকে বাঁচিয়ে রাখতে বিএনপি সব ধরনের পৃষ্ঠপোষকতা নিশ্চিত করবে।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
১০