বিলুপ্তপ্রায় শীতল পাটি বাঁচিয়ে রাখতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ

বাসস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১০:৪৩
'শীতল পাটি' ও সূক্ষ্ম হস্তশিল্প । ছবি:বাসস

 

ঝালকাঠি, ১০ আগস্ট, ২০২৫ (বাসস): ঐতিহ্যবাহী 'শীতল পাটি' ও সূক্ষ্ম হস্তশিল্পকে বাঁচিয়ে রাখতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। 

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ড. জিয়াউদ্দিন হায়দার এ কথা জানিয়েছেন।

শনিবার ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর গ্রাম পরিদর্শনের সময় এ প্রতিশ্রুতি দেন এই বিএনপি নেতা। 

বহু প্রজন্ম ধরে কামদেবপুরের অসংখ্য পরিবার ঐতিহ্যবাহী ‘শীতল পাটি’ তৈরিতে জড়িত ছিল। একসময় এই সূক্ষ্ম হস্তশিল্প ছিল অঞ্চলের অর্থনীতির গর্ব। কিন্তু দারিদ্র্য, বাজারে প্রবেশাধিকারের সংকট ও সরকারের দীর্ঘদিনের অবহেলায় এই শিল্প এখন বিলুপ্তির পথে।

ড. হায়দার স্থানীয় কারিগরদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দুঃখ-দুর্দশা ও স্বপ্নের কথা শোনেন। তিনি বলেন, এই অঞ্চলের কারিগরদের হাতে অপরিসীম দক্ষতা থাকলেও সঠিক সহায়তা ও বাজারের অভাবে তাদের পণ্য হারিয়ে গেছে। পতিত স্বৈরাচারী সরকার এ শিল্পের উন্নয়নে কোন অর্থনৈতিক প্রণোদনা বা প্রযুক্তিগত সহায়তা দেয়নি। 

জিয়াউদ্দিন হায়দার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা এই পরিস্থিতি পরিবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ। আগামীতে বিলুপ্তপ্রায় ও ঐতিহ্যবাহী শীতল পাটি হস্তশিল্পকে বাঁচিয়ে রাখতে বিএনপি সব ধরনের পৃষ্ঠপোষকতা নিশ্চিত করবে।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে : অন্তর্বর্তী সরকারের বিবৃতি
শাবিপ্রবিতে এমএসসি ইন ডেটা সায়েন্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
২ হাজার ট্রেইনি কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ
চট্টগ্রামে জাপা নেতাদের গ্রেফতারের দাবিতে সিএমপি ঘেরাও
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবি ক্যারিয়ার ইনসাইটস সেমিনার অনুষ্ঠিত
মানবাধিকার শেখানো মানুষেরাই গাজায় মানবাধিকার লঙ্ঘন করছে
বাছাইপর্বে ইংল্যান্ড দল থেকে বাদ পড়লেন আলেক্সান্দার-আর্নল্ড
বুয়েট ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
নড়াইলের কালিয়ায় বিএনপি কার্যালয় উদ্বোধন 
শীর্ষ সম্মেলনের আগে ভারতের প্রধানমন্ত্রী তিয়ানজিনে পৌঁছেছেন
১০