বিলুপ্তপ্রায় শীতল পাটি বাঁচিয়ে রাখতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ

বাসস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১০:৪৩
'শীতল পাটি' ও সূক্ষ্ম হস্তশিল্প । ছবি:বাসস

 

ঝালকাঠি, ১০ আগস্ট, ২০২৫ (বাসস): ঐতিহ্যবাহী 'শীতল পাটি' ও সূক্ষ্ম হস্তশিল্পকে বাঁচিয়ে রাখতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। 

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ড. জিয়াউদ্দিন হায়দার এ কথা জানিয়েছেন।

শনিবার ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর গ্রাম পরিদর্শনের সময় এ প্রতিশ্রুতি দেন এই বিএনপি নেতা। 

বহু প্রজন্ম ধরে কামদেবপুরের অসংখ্য পরিবার ঐতিহ্যবাহী ‘শীতল পাটি’ তৈরিতে জড়িত ছিল। একসময় এই সূক্ষ্ম হস্তশিল্প ছিল অঞ্চলের অর্থনীতির গর্ব। কিন্তু দারিদ্র্য, বাজারে প্রবেশাধিকারের সংকট ও সরকারের দীর্ঘদিনের অবহেলায় এই শিল্প এখন বিলুপ্তির পথে।

ড. হায়দার স্থানীয় কারিগরদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দুঃখ-দুর্দশা ও স্বপ্নের কথা শোনেন। তিনি বলেন, এই অঞ্চলের কারিগরদের হাতে অপরিসীম দক্ষতা থাকলেও সঠিক সহায়তা ও বাজারের অভাবে তাদের পণ্য হারিয়ে গেছে। পতিত স্বৈরাচারী সরকার এ শিল্পের উন্নয়নে কোন অর্থনৈতিক প্রণোদনা বা প্রযুক্তিগত সহায়তা দেয়নি। 

জিয়াউদ্দিন হায়দার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা এই পরিস্থিতি পরিবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ। আগামীতে বিলুপ্তপ্রায় ও ঐতিহ্যবাহী শীতল পাটি হস্তশিল্পকে বাঁচিয়ে রাখতে বিএনপি সব ধরনের পৃষ্ঠপোষকতা নিশ্চিত করবে।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাটোরে এডভেঞ্চার ক্যাম্পের সমাপনী অনুষ্ঠিত
কিয়েভ ভূমি ছাড়বে না, সতর্ক করলেন জেলেনস্কি / মার্কিন-রাশিয়া শীর্ষ বৈঠক চূড়ান্ত
কেএফসি’র প্রমোশনাল অফার নিয়ে ভুয়া তথ্য শনাক্ত: ফ্যাক্টওয়াচ
সারাদেশে বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা
বাগেরহাটে জুলাই শহীদদের স্মরণে বিশেষ সাহিত্য সভা অনুষ্ঠিত  
গণঅভ্যুত্থানে আহত ও দুস্থ রোগীদের সহায়তায় ‘আমরা বিএনপি পরিবার’
চীনে বুদ্ধিপ্রতিবন্ধী রোগীদের জন্য উন্নত চিকিৎসা সুবিধা
কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত
ড্যাবের নির্বাচনে সভাপতি হারুন, মহাসচিব শাকিল
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সেলিম মাস্টারের কবর জিয়ারত বিএনপি’র
১০