চুয়াডাঙ্গায় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও সভা

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৫
চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হয়। ছবি :বাসস

চুয়াডাঙ্গা, ১৮ আগস্ট ২০২৫ (বাসস): ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ স্লোগানে চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষে আজ সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের কোর্ট মোড় ঘুরে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।  

জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান। 

চুয়াডাঙ্গা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ।  

এছাড়া বক্তব্য দেন মৎস্য চাষি কামরুজ্জামান বাবলু, ফাইম মুনতাছির, মোহাম্মদ আলী, আলিফ উদ্দিনসহ অনেকে। এর আগে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কারী কবির আহমেদ।

স্বাগত বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, মাছ আমাদের জীবন জীবিকার সঙ্গে জড়িত। 

মানুষের কর্মসংস্থান ও পুষ্টির চাহিদা পূরণ করতে মাছের গুরুত্ব অপরিসীম। দেশে মোট জিডিপির ২.৫ শতাংশ মৎস্য খাত থেকে পূরণ হয়। বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থানে প্রায় দুই কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মাছ চাষের সঙ্গে জড়িত। 

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ জেলার ৪ উপজেলার মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেত্রকোণায় বাসের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু 
টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা 
ফিলিপাইনে কালমেগির প্রভাবে সৃষ্ট বন্যায় অন্তত ১১৪ জনের প্রাণহানি
রাশিয়ার ভলগোগ্রাদে ড্রোন হামলায় একজন নিহত
বিসিএস (পশুসম্পদ) ক্যাডারের জন্য সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারি
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
খুলনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযানে ১ লাখ ৬১ হাজার টাকা জরিমানা
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
১০