চাঁদপুর, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস): ‘অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি’ স্লোগানে চাঁদপুরেও বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে।
এ উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক হয়ে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
সেখানে বেলুন উড়িয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন অতিথিরা। পরে সদর উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিনসহ অতিথিরা।
এরপর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য অধিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আলোচনা সভা হয়। মৎস্য সম্পদ উন্নয়নে অবদান রাখায় মৎস্য চাষিদের পুরস্কার দেওয়া হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন, আমাদের প্রতিপাদ্যের মধ্যে যে অভয়াশ্রম এর কথা বলা হয়েছে, তা হচ্ছে আমাদের প্রাকৃতিকভাবে গড়ে উঠা জলাশয়গুলোতে মাছ চাষ করা এবং মাছ চাষের জন্য নিরাপদ রাখা।
জেলা প্রশাসক বলেন, চাঁদপুরে নির্ধারিত অভয়াশ্রম আছে। সেটি হচ্ছে মার্চ-এপ্রিল দুই মাস পদ্মা-মেঘনায় জাটকা এবং অক্টোবর মাসে মা ইলিশ রক্ষা করবো। এই দুটি সময়ে চাঁদপুরের ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত মা ইলিশ অন্যান্য প্রজাতির মাছ নিরাপদ থাকার সুযোগ করে দিতে হবে।
স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর। সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএওন) সাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট এর অধ্যক্ষ বাবুল কৃষ্ণ ওঝা।
আলোচনা সভা শেষে সফল ছয় মৎস্যচাষির হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে মৎস্যচাষি, জেলে, জেলে সংগঠনের নেতারাসহ সুধীজন অংশগ্রহণ করেন।