শেরপুর, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস) : ক্যান্সারে আক্রান্ত ৭৫ বছর বয়সী আশরাফ আলী ও দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন ছেলে শফিকুলের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি।
এই পিতা-পুত্র জেলার সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের লতারিয়া গ্রামে বাস করে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ অসহায় পিতাপুত্রের কাছে ছুটে যান শেরপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদ।
এসময় তিনি তাদের চিকিৎসা বাবদ নগদ অর্থ ও খাদ্য সামগ্রী উপহার দেন। এছাড়াও প্রতি মাসে নগদ অর্থ সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এসময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।