রাজশাহীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৪:১১ আপডেট: : ২৮ আগস্ট ২০২৫, ১৪:২৬

রাজশাহী, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস): রাজশাহীর পুঠিয়ায় এক বৃদ্ধ নারী হত্যা মামলার অন্যতম আসামি মো. ফিরোজকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার বিকেলে ঢাকার সাভার থানাধীন কলমা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

ফিরোজ পুঠিয়ার উজালপুর গ্রামের বাসিন্দা। র‌্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গত ২৬ মে বিকেলে ওই নারী ছাগল আনতে উজালপুর বিলে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। সন্ধ্যার পর তার ছেলে এরশাদ ফুফাতো ভাইকে সঙ্গে নিয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে দেখেন, তার মায়ের দুটি ছাগল বাধা অবস্থায় আছে। তাদের দেখে ঘটনাস্থল থেকে কয়েকজন দৌড়ে পালিয়ে যায়।

পরে রাতে গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে পুঠিয়া থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

ঘটনার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং নিয়মিত গোয়েন্দা নজরদারি চালাতে থাকে। এর ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহী এবং র‌্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের অভিযানিক দল সাভার থেকে আসামি ফিরোজকে গ্রেপ্তার করে। 

র‌্যাব জানায়, আসামিকে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
১০