রাজশাহী, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস): রাজশাহীর পুঠিয়ায় এক বৃদ্ধ নারী হত্যা মামলার অন্যতম আসামি মো. ফিরোজকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার বিকেলে ঢাকার সাভার থানাধীন কলমা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ফিরোজ পুঠিয়ার উজালপুর গ্রামের বাসিন্দা। র্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গত ২৬ মে বিকেলে ওই নারী ছাগল আনতে উজালপুর বিলে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। সন্ধ্যার পর তার ছেলে এরশাদ ফুফাতো ভাইকে সঙ্গে নিয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে দেখেন, তার মায়ের দুটি ছাগল বাধা অবস্থায় আছে। তাদের দেখে ঘটনাস্থল থেকে কয়েকজন দৌড়ে পালিয়ে যায়।
পরে রাতে গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে পুঠিয়া থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
ঘটনার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং নিয়মিত গোয়েন্দা নজরদারি চালাতে থাকে। এর ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিএসসি, রাজশাহী এবং র্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের অভিযানিক দল সাভার থেকে আসামি ফিরোজকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, আসামিকে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।