রাজশাহীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৪:১১ আপডেট: : ২৮ আগস্ট ২০২৫, ১৪:২৬

রাজশাহী, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস): রাজশাহীর পুঠিয়ায় এক বৃদ্ধ নারী হত্যা মামলার অন্যতম আসামি মো. ফিরোজকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার বিকেলে ঢাকার সাভার থানাধীন কলমা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

ফিরোজ পুঠিয়ার উজালপুর গ্রামের বাসিন্দা। র‌্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গত ২৬ মে বিকেলে ওই নারী ছাগল আনতে উজালপুর বিলে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। সন্ধ্যার পর তার ছেলে এরশাদ ফুফাতো ভাইকে সঙ্গে নিয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে দেখেন, তার মায়ের দুটি ছাগল বাধা অবস্থায় আছে। তাদের দেখে ঘটনাস্থল থেকে কয়েকজন দৌড়ে পালিয়ে যায়।

পরে রাতে গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে পুঠিয়া থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

ঘটনার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং নিয়মিত গোয়েন্দা নজরদারি চালাতে থাকে। এর ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহী এবং র‌্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের অভিযানিক দল সাভার থেকে আসামি ফিরোজকে গ্রেপ্তার করে। 

র‌্যাব জানায়, আসামিকে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চীনা রাষ্ট্রদূতের সাথে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ
পূজামন্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মাঠে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রবাসীদের পোস্টাল ভোটিং প্রক্রিয়া প্রকাশ করেছে ইসি
বাংলাদেশকে সক্ষমতা বৃদ্ধি, নীতিগত ধারাবাহিকতা ও বৈশ্বিক সহযোগিতাকে অগ্রাধিকার দিতে হবে: সিপিএ চেয়ারম্যান
খুলনায় তৃণমূল নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ
দেরিতে চিকিৎসা নিতে আসায় ডেঙ্গু রোগীর মৃত্যুর ঝুঁকি বাড়ছে 
রাবি প্রো-ভিসি, প্রক্টরসহ কর্মকর্তাদের লাঞ্ছিতের ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা
রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন : ভোটগ্রহণ ১৬ অক্টোবর
চাঁদপুরে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
পঞ্চমবারের মত সিপিএলে চ্যাম্পিয়ন নাইট রাইডার্স
১০