টাঙ্গাইল, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে টাঙ্গাইলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ সোমবার দুপুরে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ।
পরে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক ঘুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন।