খুলনায় এতিম শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

বাসস
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩
এতিম শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ। ছবি: বাসস

খুলনা, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : খুলনায় এতিম শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

সাহায্য সংস্থা ‘ইমপেক্ট ইনিশিয়েটিভ’ মঙ্গলবার আল ফারুক সোসাইটির সম্মেলন কক্ষে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় এতিম ২৬ শিশুর মধ্যে খাবার বিতরণ করা হয়।

এ কর্মসূচিতে অর্থায়ন করেছে মা ইন্টারন্যাশনাল নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) খুলনা জেলা প্রতিনিধি ও খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম।

মা ইন্টারন্যাশনালের খুলনা প্রতিনিধি এবং কয়রা পাইকগাছা উন্নয়ন ফোরামের সভাপতি এস এ মুকুলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কয়রা পাইকগাছা উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক রায়হান কবির, সিনিয়র সহ-সভাপতি,যশোর এরিয়া প্রতিনিধি নাজমুল হোসেন, ঢাকার প্রতিনিধি মো. রাকিবুল হক হেলাল উদ্দীন, হায়দার আলী নিরু, আফসান মুহাম্মদ প্রমুখ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, প্রত্যেকটি শিশু একটি পরিস্ফুটিত ফুল হয়ে ওঠে। এ জন্য দরকার সঠিক পরিকল্পনা। কঠোর পরিশ্রম করলে সেই ছাত্র অবশ্যই ভালো রেজাল্ট করবে। লখাপড়ার পাশাপাশি শিশুদের হাতের কাজে দক্ষ করে গড়ে তুলতে হবে।

মা ইন্টারন্যাশনালের খুলনা প্রতিনিধি এস এ মুকুল জানান, প্রত্যেকটি এতিম শিশু ৫ থেকে ১৮ বছর পর্যন্ত এমন খাদ্য সামগ্রীসহ নানা সুযোগসুবিধা পাবে। বিভিন্ন কল্যাণকর কার্যক্রমও চলমান থাকবে। 

উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের সময় ইমারজেন্সি খাদ্য সহায়তা নিয়ে ইম্প্যাক্ট ইনিসিয়েটিভ মা ইন্টারন্যাশনালের সহযোগিতায় প্রচুর আর্থিক সহায়তা নিয়ে অসহায় মানুষের পাশে থেকে মানবিক কাজ করে যাচ্ছে। 

এছাড়া বানবাসীদের গৃহ নির্মাণ, এতিম শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী, রমজান ফুড প্রোগ্রাম, আরফান এইড প্রোগ্রাম, জরুরী ত্রাণ, সুপেয় পানি সরবরাহ সহায়তাসহ নানান সামাজিক কাজের জন্য প্রচুর অর্থ সহায়তা প্রদান করে চলেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
শ্রমিক জাগরণের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে শিমুল বিশ্বাসের আহবান
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টার অভিনন্দন 
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত
১০