দুর্গোৎসব উপলক্ষে রাঙ্গামাটিতে পুলিশের মতবিনিময়

বাসস
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৯
রাঙ্গামাটিতে জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পুলিশের মতবিনিময় । ছবি: বাসস

রাঙ্গামাটি, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাঙ্গামাটিতে জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পুলিশের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি স্বপন কান্তি মহাজন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আহবায়ক নন্দিতা দাস, শারদীয় দুর্গোৎসব সমন্বয় কমিটির আহবায়ক বরুণ চন্দ্র রায়, সদস্য সচিব ও পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত দে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলার সভাপতি অরূপ মুৎসুদ্দি প্রমুখ।

সভায় পুলিশ সুপার বলেন, রাঙ্গামাটি হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রতির জেলা, এখানে নানা সম্প্রদায়ের বসবাস। অতীতের ন্যায় রাঙ্গামাটিতে সব সম্প্রদায়ের মানুষ আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালন করবে। সার্বজনীন এই উৎসবে যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয় সেজন্য জেলা পুলিশ প্রশাসন সর্বাত্মক সজাগ থাকবে। পুলিশের পাশাপাশি মন্দির কমিটির লোকজনকেও স্বেচ্ছাসেবক দল গঠন করে দায়িত্ব পালন করার আহবান জানান তিনি।

সভায় জেলার বিভিন্ন মঠ-মন্দির ও পূজামণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেপালে নিহতদের স্মরণে শোক প্রকাশ
২০২৬ সালে জাতিসংঘের বাজেট ১৫ শতাংশ কমানোর প্রস্তাব মহাসচিবের
কাতার হামাসকে অর্থায়ন করে, হামলা ন্যায্য : নেতানিয়াহু
১৭ বিয়ে করা আলোচিত সেই বন কর্মকর্তা বরখাস্ত
ইউরোপে জলবায়ু পরিবর্তনে গ্রীষ্মে আনুমানিক ১৬,৫০০ জনের মৃত্যু
ফেডের সিদ্ধান্তের আগে মার্কিন শেয়ারের দাম কমেছে
নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিমানবন্দরে ‘হয়রানির’ অভিযোগ চীনের
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে দুদকের অভিযান
ঢাকায় আন্তর্জাতিক নিরাপত্তা ও সুরক্ষা প্রযুক্তি প্রদর্শনী শুরু কাল
ইয়েমেনের মানবিক সমন্বয়কারীকে এডেনে সরিয়ে নিল জাতিসংঘ
১০