দুর্গোৎসব উপলক্ষে রাঙ্গামাটিতে পুলিশের মতবিনিময়

বাসস
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৯
রাঙ্গামাটিতে জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পুলিশের মতবিনিময় । ছবি: বাসস

রাঙ্গামাটি, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাঙ্গামাটিতে জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পুলিশের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি স্বপন কান্তি মহাজন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আহবায়ক নন্দিতা দাস, শারদীয় দুর্গোৎসব সমন্বয় কমিটির আহবায়ক বরুণ চন্দ্র রায়, সদস্য সচিব ও পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত দে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলার সভাপতি অরূপ মুৎসুদ্দি প্রমুখ।

সভায় পুলিশ সুপার বলেন, রাঙ্গামাটি হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রতির জেলা, এখানে নানা সম্প্রদায়ের বসবাস। অতীতের ন্যায় রাঙ্গামাটিতে সব সম্প্রদায়ের মানুষ আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালন করবে। সার্বজনীন এই উৎসবে যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয় সেজন্য জেলা পুলিশ প্রশাসন সর্বাত্মক সজাগ থাকবে। পুলিশের পাশাপাশি মন্দির কমিটির লোকজনকেও স্বেচ্ছাসেবক দল গঠন করে দায়িত্ব পালন করার আহবান জানান তিনি।

সভায় জেলার বিভিন্ন মঠ-মন্দির ও পূজামণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে ৫৪'তম জাতীয় সমবায় দিবস উদযাপন
মার্কিন চাপের মুখে কলোম্বিয়ায় শান্তিরক্ষা সীমিত করার সিদ্ধান্ত জাতিসংঘের
পানামা খাল মামলা: স্প্যানিশ কোম্পানির বিরুদ্ধে জয় পেল পানামা
তানজানিয়ার প্রাথমিক ফলাফলে প্রেসিডেন্ট হাসানের নিরঙ্কুশ জয়ের ইঙ্গিত
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৯
খুলনা অঞ্চলে আমন ধান কাটা শুরু
রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
রেডক্রসের মাধ্যমে গাজা থেকে ৩টি অজ্ঞাত লাশের সন্ধান ইসরাইলের
পাকিস্তানে উৎসবের জন্য ভারতীয় শিখদের ভিসা
চুয়াডাঙ্গায় জাতীয় সমবায় দিবস পালিত
১০