বাগেরহাট, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : সুন্দরবনের কচিখালী সমুদ্র সৈকতে ঢেউয়ে ভেসে আসা প্লাস্টিক বর্জ্য অপসারণের কার্যক্রম সম্পন্ন করেছে কচিখালী টহল ফাঁড়ি দল। গতকাল শুক্রবার দিনভর অপসারণকৃত প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে সরিয়ে ফেলা হয়।
পূর্ব সুন্দরবন বাগেরহাট বিভাগীয় কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী প্রতি মাসে একবার তারা এই কচিখালী বিচ পরিষ্কার করবেন বলে বাসসকে নিশ্চিত করেন।
রেজাউল করিম বলেন, প্রতিবছর দেশি বিদেশি লাখ লাখ পর্যটকদের ভিড়ে কচিখালী সমুদ্র সৈকত অক্টোবর থেকে মার্চ পর্যন্ত বেশ সরগরম হয়ে ওঠে। এসময় পর্যটকরা তাদের সঙ্গে আনা কোমল পানীয় পান করে প্লাস্টিকের বোতলগুলো সমুদ্রে ছুড়ে ফেলে। এছাড়াও বিস্কুট, চিপস ইত্যাদি প্যাকেটও সমুদ্রে ফেলে দেয়।
এসব প্লাস্টিক পণ্য সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ। তাই পূর্ব সুন্দরবন বাগেরহাটের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।