দিনাজপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

বাসস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৩:৫৫
পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা শুরু । ছবি: বাসস

 

দিনাজপুর, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : দিনাজপুরে নির্বাচনী দায়িত্ব সুচারুভাবে সম্পন্ন করতে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা (দ্বিতীয় ব্যাচ) শুরু হয়েছে। 

পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন আজ রোববার বেলা ১১ টায় তিন দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন। দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পাদনে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। 

নির্বাচনী দায়িত্ব পালনের সময় আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা ও নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখার প্রতি প্রত্যেক পুলিশ সদস্যকে সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। এ জন্য পুলিশ সদস্যদের এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে দক্ষতা বৃদ্ধিতে নানা দিকনির্দেশনা প্রদান ও পরামর্শ দেওয়া হচ্ছে।  

প্রশিক্ষণ কর্মশালায় জেলার ১৩ থানা ও তদন্ত কেন্দ্রে নিয়োজিত পুলিশ পরিদর্শক এবং উপপরিদর্শক পদমর্যাদার ৪০ জন পুলিশ কর্মকর্তা অংশগ্রহণ করেছেন।

পুলিশের সূত্রটি জানায়, গত সপ্তাহে প্রশিক্ষণ কর্মশালায় ৪০ জন পুলিশ কর্মকর্তাকে নির্বাচন কালীন দায়িত্বে পালনের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬
জিম্মি মুক্তির পর গাজার সুড়ঙ্গ ধ্বংসের প্রতিশ্রুতি ইসরাইলের
পিআর পদ্ধতির আন্দোলনের লক্ষ্যই হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা : মির্জা ফখরুল
সাতক্ষীরায় টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
চট্টগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
সুন্দরবনে বিদেশি পর্যটক বাড়াতে মাস্টারপ্ল্যান প্রণয়ন
গুজব, অপতথ্য ও ডিপফেক রুখে দিতে তথ্য কর্মকর্তাদের কাজ করতে হবে : তথ্য সচিব
মাগুরায় টাইফয়েড টিকাদান কার্যক্রমের উদ্বোধন
চট্টগ্রামে ২ হাজার ৫০০ কেজি মা ইলিশ জব্দ, লাখ টাকা জরিমানা
চট্টগ্রামে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে যুবক উদ্ধার
১০