সাতক্ষীরায় টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

বাসস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৬:২৯
আজ সাতক্ষীরায় টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন। ছবি :বাসস

সাতক্ষীরা, ১২ অক্টোবর ২০২৫ (বাসস): সারাদেশের মতো জেলায় আজ টিসিভি (টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন) ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৫ উদ্বোধন করা হয়েছে। 

আজ রোববার সকাল সাড়ে ৯টায় জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এ ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক রওশান আরা, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন, জেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মেহেদী হাসান, সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মিয়ারাজ হোসেন, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র প্রতিনিধি ডা. রাশেদ উদ্দিন মৃধা, ডা. ইশরাত জাহান সুমনা প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ সময় জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, টাইফয়েড রোগ নিয়ন্ত্রণে সরকার ইপিআই এর ব্যবস্থাপনায় বিনামূল্যে এই টিকা প্রদান কার্যক্রম শুরু করেছেন। টাইফয়েড প্রতিরোধে টিসিভি টিকাদান কর্মসূচির আওতায় সাতক্ষীরা জেলায় আজ রোববার থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্র এ টিকা প্রদান করা হবে এবং পরবর্তী দুই সপ্তাহ (১ থেকে ১৩ নভেম্বর) কমিউনিটি পর্যায়ে তথা গ্রাম ও শহরাঞ্চলের নিয়মিত ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা কার্যক্রম পরিচালিত হবে। ৯ মাস হতে ১৫ বছর বয়স (নবম শ্রেণী) পর্যন্ত জেলার মোট পাঁচলাখ ৬ হাজার ৭৫৮ জন শিশুকে এই টাইফয়েড টিকা প্রদান করা হবে। এর মধ্যে তিনলাখ ৪০ হাজার ৭৫০ জন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং একলাখ ৬৬ হাজার ৮ জন কমিউনিটি পর্যায়ের শিশু অন্তর্ভুক্ত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভা করার নির্দেশ
নীলফামারীতে তারুণ্যের উৎসবে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি
হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে
মোংলা ইপিজেডে দুর্যোগ প্রস্তুতি ও মাল্টি-হ্যাজার্ড ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু করেছে এফবিসিসিআই
গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে এফডিআইয়ে ১৯.১৩ শতাংশ প্রবৃদ্ধি
নড়াইলে হত্যা মামলায় নারীসহ দু’জনের যাবজ্জীবন
লিগ্যাল এইডে এডিআর-এর মাধ্যমে ১,৬৭,৫৬৫ মামলা নিষ্পত্তি
হালদা নদীতে অভিযানে ২১ হাজার মিটার চরঘেরা জাল জব্দ
রাঙ্গামাটিতে আনসার সদস্যদের নির্বাচন বিষয়ে মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ প্রদান
১০