খুলনায় প্রতারণা মামলায় নিকাহ রেজিস্ট্রার গ্রেফতার 

বাসস
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১১:৫২
মো. হাবিবুল্লাহ (সাচ্চু) নামে এক নিকাহ রেজিস্ট্রার গ্রেফতার। ছবি: বাসস

খুলনা, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস) : একটি বিবাহের ঘটনা নিয়ে প্রতারণার অভিযোগে মো. হাবিবুল্লাহ (সাচ্চু) নামে এক নিকাহ রেজিস্ট্রারকে (কাজী) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) তাকে নগরীর সোসাইটি সিনেমা হলের সামনে থেকে গ্রেফতার করা হয়। সাচ্চু কাজী নগরীর বাগমারা এলাকার বাসিন্দা মৃত শহীদুল্লাহ কাজীর পুুত্র।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) আব্দুল হাই জানান, দুই বছর আগে পূর্ব বানিয়াখামার এলাকার বাসিন্দা হিরামনির সাথে সোনাডাঙ্গা থানার নজিরঘাট এলাকার বাসিন্দা শাহীনুর ইসলাম সুমনের ছেলে সাফওয়ান হোসেন সাইদের বিবাহ হয়। এই বিবাহের কাজী ছিলেন হাবিবুল্লাহ সাচ্চু। তবে বিবাহের পর মেয়ের পরিবার কাজীর কাছে গিয়ে কাগজপত্র চাইলে তিনি তা দিতে পারেননি এবং মুড়ি বইয়ে সই হলেও রেজিস্ট্রি বইয়ে তাদের সই ছিল না। এ ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর হিরামনি বাদি হয়ে খুলনার আদালতে মামলা দায়ের করেন। মামলায় সাচ্চু কাজীসহ ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫ জনকে আসামি করা হয়। সাচ্চু কাজী এ মামলার ৬ নম্বর আসামি। আদালত মামলাটি গ্রহণ করে খুলনা সদর থানায় এজাহারভুক্ত করার নির্দেশ দেন।

এসআই আব্দুল হাই আরও জানান,সাচ্চু কাজীর বিরুদ্ধে এ ধরনের আরও অভিযোগ রয়েছে। তিনি বহুবিবাহের হোতা হিসেবে পরিচিত। আজ বুধবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আইএলও কনভেনশনে স্বাক্ষর, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে স্মরণীয় দিন আজ: প্রধান উপদেষ্টা
নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
ফ্রন্টলাইনে যুদ্ধ থামাতে ট্রাম্পের প্রস্তাব ‘ভালো সমঝোতা’ : জেলেনস্কি
রাজশাহীতে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
পাবনা মানসিক হাসপাতালের উন্নয়নে ১৩০০ কোটি টাকা চাওয়া হয়েছে: ডা. সায়েদুর রহমান
আরো ৩০ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর 
ইউরোপে জেলেনস্কির ঝটিকা সফর 
ফ্রাঙ্কোর একনায়কতন্ত্রের প্রতীকের তালিকা প্রকাশ করবে স্পেন
নেত্রকোণায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত 
২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনে সড়ক দুর্ঘটনায় মৃত্যুহার কমানো জরুরি
১০