
রাজশাহী, ২৬ অক্টোবর, ২০২৫(বাসস) : রাজশাহী মহানগরীতে প্রায় ৬৪ লাখ টাকা সমমূল্যের ৬৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আন্ত: জেলা মাদক চক্রের ২ জন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-৫।
আটককৃতরা হলেন, গোদাগাড়ী উপজেলার দিয়ার মানিকচর এলাকার শামসুল আলীর ছেলে আসারুল ওরফে রনি (২১) ও সিরাজগঞ্জ সদর উপজেলার রেল কলোনি গ্রামের মৃত লিয়াকত আলীর স্ত্রী জাহানারা (৫০)।
গতকাল শনিবার দুপুরে মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল রেলওয়ে মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ রোববার সকালে র্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, আসামি জাহানারা বেগম সিরাজগঞ্জ জেলার বাসিন্দা হওয়া সত্ত্বেও ইতিপূর্বে বেশ কয়েকবার ট্রেন/বাসযোগে রাজশাহীতে এসে অজ্ঞাত স্থান থেকে হেরোইন সংগ্রহ করে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে ডেলিভারি করে আসছিলো। আসামি আসারুল এর বাড়ি গোদাগাড়ীর দূর্গম চরে হওয়ায় সে সহজেই আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে মাদক সংগ্রহ করে পদ্মা নদী পার হয়ে জাহানারা বেগমসহ অনেকের কাছে হেরোইন সাপ্লাই দিত।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, ওই নারী সিরাজগঞ্জ হতে হেরোইন ডেলিভারি গ্রহণ করার জন্য ট্রেনযোগে রাজশাহীতে এসেছে। বিষয়টি জানার পরে র্যাবের গোয়েন্দা দল আসামির গতিবিধি পর্যবেক্ষন করে নগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল রেলওয়ে মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে । আসামি আসারুলের কাছে থাকা ১ টি নষ্ট প্রিন্টার এর বক্স তল্লাশি করে প্রিন্টারের টোনারে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৬৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, আসামিরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা আন্তঃ জেলার সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত হেরোইন সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী, সিরাজগঞ্জসহ দেশের জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারীভাবে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল।
আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে