জোটের যেকোন দলের প্রতীকে ভোট চায় এনডিএম

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৫:৫০

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : জোটবদ্ধ নির্বাচন করলে যেকোন রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করার স্বাধীনতা চায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)। 

এ সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান বহাল রাখার দাবিও জানিয়েছে দলটি।

আজ (রোববার) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বরাবর দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ স্বাক্ষরিত এ বিষয়ক একটি চিঠি জমা দেওয়া হয়েছে। এনডিএম-এর দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি সিইসির কার্যালয়ে সেটি জমা দেন।

চিঠিতে বলা হয়েছে, নতুন বিধান অনুসারে নির্বাচনী জোট করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে। কিন্তু আগে জোটভুক্ত রাজনৈতিক দলগুলোর ইচ্ছাধীন বিষয় ছিল। এই সংশোধনীর বিষয়ে এনডিএম তীব্র আপত্তি ও প্রতিবাদ জানাচ্ছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই নির্বাচনের তফসিল ঘোষণার মাত্র দেড় মাস আগে এ ধরনের বিধান চালুকে দুরভিসন্ধিমূলক বলেও মনে করছে দলটি।

আরও বলা হয়, রাজনৈতিক সংস্কৃতিতে নির্বাচনী জোট স্বতঃসিদ্ধ প্রক্রিয়া। সাধারণত নেতৃত্ব দেওয়া দলের প্রতীকে নির্বাচন করার মাধ্যমেই জোটের শক্তিমত্তা প্রকাশ পায়। আইনের মাধ্যমে এই গণতান্ত্রিক অধিকার খর্ব করার এখতিয়ার কারও নেই। রাজনৈতিক দল জোটবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম করতে পারে। তাই জোটবদ্ধভাবে নির্বাচনের সময় নিজস্ব প্রতীকে ব্যবহারে আইনি বাধ্যবাধকতার যৌক্তিক ব্যাখ্যা নেই।

চিঠিতে বলা হয়েছে, রাজনৈতিক দলের নিবন্ধন নেওয়ার সময়ও নিজস্ব প্রতীকে নির্বাচন করতে বাধ্য থাকবে এমন শর্ত থাকে না। নির্বাচনের মাত্র সাড়ে তিন মাস আগে এ ধরনের বিধান চালুর অর্থ, পর্যাপ্ত সময় না দিয়েই রাজনৈতিক দলগুলোর নির্বাচনী কৌশল ও প্রস্তুতিতে বাধা সৃষ্টি করা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এশিয়ান যুব গেমসে ব্রোঞ্জ জয়ী কাবাডি দলকে আইজিপি’র ১০ লাখ টাকা পুরস্কার
জাইমা রহমানের জন্মদিনে ঘর পেলেন জুলাই শহীদের মা
রাজনৈতিক মতভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে : মিয়া গোলাম পরওয়ার
নির্বাচনের আগে মোবাইল সিমের সংখ্যা কমিয়ে আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা 
আফিফের হ্যাটট্রিকে চাপে বরিশাল
হাসানের দুর্দান্ত বোলিংয়ে ৩৩৮ রানে এগিয়ে চট্টগ্রাম
পিরোজপুরে বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন বিষয়ে কর্মশালা 
রাঙ্গামাটিতে চোরাই সেগুন কাঠ জব্দ
সাংঘর্ষিক রাজনীতির পুরানো ধারায় ফেরা যাবে না : খসরু
ঢাবি রেঞ্জার ইউনিটের ডে ক্যাম্পে মহাতাবু জলসা
১০