
ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : জোটবদ্ধ নির্বাচন করলে যেকোন রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করার স্বাধীনতা চায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)।
এ সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান বহাল রাখার দাবিও জানিয়েছে দলটি।
আজ (রোববার) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বরাবর দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ স্বাক্ষরিত এ বিষয়ক একটি চিঠি জমা দেওয়া হয়েছে। এনডিএম-এর দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি সিইসির কার্যালয়ে সেটি জমা দেন।
চিঠিতে বলা হয়েছে, নতুন বিধান অনুসারে নির্বাচনী জোট করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে। কিন্তু আগে জোটভুক্ত রাজনৈতিক দলগুলোর ইচ্ছাধীন বিষয় ছিল। এই সংশোধনীর বিষয়ে এনডিএম তীব্র আপত্তি ও প্রতিবাদ জানাচ্ছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই নির্বাচনের তফসিল ঘোষণার মাত্র দেড় মাস আগে এ ধরনের বিধান চালুকে দুরভিসন্ধিমূলক বলেও মনে করছে দলটি।
আরও বলা হয়, রাজনৈতিক সংস্কৃতিতে নির্বাচনী জোট স্বতঃসিদ্ধ প্রক্রিয়া। সাধারণত নেতৃত্ব দেওয়া দলের প্রতীকে নির্বাচন করার মাধ্যমেই জোটের শক্তিমত্তা প্রকাশ পায়। আইনের মাধ্যমে এই গণতান্ত্রিক অধিকার খর্ব করার এখতিয়ার কারও নেই। রাজনৈতিক দল জোটবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম করতে পারে। তাই জোটবদ্ধভাবে নির্বাচনের সময় নিজস্ব প্রতীকে ব্যবহারে আইনি বাধ্যবাধকতার যৌক্তিক ব্যাখ্যা নেই।
চিঠিতে বলা হয়েছে, রাজনৈতিক দলের নিবন্ধন নেওয়ার সময়ও নিজস্ব প্রতীকে নির্বাচন করতে বাধ্য থাকবে এমন শর্ত থাকে না। নির্বাচনের মাত্র সাড়ে তিন মাস আগে এ ধরনের বিধান চালুর অর্থ, পর্যাপ্ত সময় না দিয়েই রাজনৈতিক দলগুলোর নির্বাচনী কৌশল ও প্রস্তুতিতে বাধা সৃষ্টি করা।