এশিয়ান যুব গেমসে ব্রোঞ্জ জয়ী কাবাডি দলকে আইজিপি’র ১০ লাখ টাকা পুরস্কার

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৮:২৪
ছবি : বাসস

ঢাকা, ২৬ অক্টোবর ২০২৫ (বাসস) : বাহরাইনে অনুষ্ঠিত তৃতীয় এশিয়ান যুব গেমসে প্রথমবারের মতো অংশ নিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা উভয় দলই ব্রোঞ্জ পদক জয় করে দেশের জন্য নতুন এক ইতিহাস সৃষ্টি করেছে। দলগুলোর এই অভূতপূর্ব সাফল্যের জন্য কাবাডি ফেডারেশনের সভাপতি ও আইজিপি বাহারুল আলম বালক ও বালিকা দলের জন্য ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন।

ঐতিহাসিক সাফল্য অর্জনকারী বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা কাবাডি দল আজ ফেডারেশনের সভাপতি বাহারুল আলম এর সাথে সাক্ষাৎ করেছে। এ সময় বাংলাদেশ দলের কোচিং স্টাফ ও কাবাডি ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাবাডি দলের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে ফেডারেশনের সভাপতি বাহারুল আলম বলেন, ‘এই তরুণ খেলোয়াড়রা দেশের জন্য যে গৌরব এনেছে, তা অনুপ্রেরণাদায়ক। তাদের এই ঐতিহাসিক অর্জনে আমরা গর্বিত। ভবিষ্যতে তাদের আরও ভালো খেলার জন্য আমরা সব ধরনের সহায়তা অব্যাহত রাখব।’ এ সময় তিনি খেলোয়াড়দের উৎসাহিত করতে এই পুরস্কার ঘোষণা করেন।

বাংলাদেশ কাবাডি দল ও কোচিং স্টাফরা আইজিপিকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে দেশের জন্য আরও বড় সাফল্য বয়ে আনার অঙ্গীকার করেন।

এশিয়ান যুব গেমসের আগের দুই আসরে অংশ নিয়েও কোনো পদক জিততে না পারার যে আক্ষেপ ছিল, তা এবার ঘুচিয়ে দিয়েছে তরুণ কাবাডি দল। প্রথমে বাংলাদেশ বালিকা কাবাডি দল শ্রীলঙ্কাকে হারিয়ে এই গেমসের ইতিহাসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করে। মেয়েদের কাবাডিতে বাংলাদেশ, ভারত, ইরান, শ্রীলংকা ও থাইল্যান্ড প্রতিদ্বন্দ্বীতা করেছিল।

মেয়েদের ঐতিহাসিক সাফল্যের পরপরই বাংলাদেশের ছেলেরাও একই ধারার পুনরাবৃত্তি করে ব্রোঞ্জ পদক জয় করে। কাবাডিতে অংশগ্রহণকারী সাতটি দলের মধ্যে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করে।

টুর্নামেন্টে বাংলাদেশ বালক দল শক্তিশালী ভারতের কাছে প্রথম ম্যাচে পরাজিত হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় ম্যাচে ইরানকে হারায়। এরপর শ্রীলঙ্কাকে পরাজিত করে টানা দ্বিতীয় জয় তুলে নেয়। যদিও থাইল্যান্ডের কাছে অল্প ব্যবধানে হেরে ফাইনালের দৌড় থেকে কিছুটা পিছিয়ে পড়েছিল তারা। শেষ দুই ম্যাচে পাকিস্তান ও স্বাগতিক বাহরাইনকে হারালেও ফাইনালে পৌঁছানো সম্ভব হয়নি, তবে পদক জয় নিশ্চিত করে দেশের মুখ উজ্জ্বল করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মতিঝিল-শাহবাগ সেকশনে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু
ঢাবিতে ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় আলোচনা সভা অনুষ্ঠিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: নাজিম উদ্দিন আলম
সুস্থ জাতি গঠনে মা ও শিশুর সুস্থতা অপরিহার্য: সিনিয়র সচিব মমতাজ আহমেদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ
আইআইইউসি টাওয়ার অর্থ আত্মসাতের অভিযোগে ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
চুয়াডাঙ্গায় দুদকের ১৮৮ তম গণশুনানি আগামীকাল
নীতি-আদর্শ ছাড়া শুধু দল ও নেতা পরিবর্তনে শান্তি আসতে পারে না: ফয়জুল করীম
দিনাজপুরে মাদক সহ আটক ২  
সংবাদপত্র ও বেসরকারি টিভি চ্যানেলের জন্য সরকারি সুবিধা বাড়ানো হবে : তথ্য উপদেষ্টা
১০