ঢাবিতে ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় আলোচনা সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ২১:১৬
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ ও সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের (সিসিসিএফ) যৌথ আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

জনস্বাস্থ্য, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হালিদা হানুম আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন ড. সাবিহা ইয়াসমিন রোজী। বিশেষ অতিথি ছিলেন উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের  অধ্যাপক ড. সানজিদা আক্তার। 

এ সময় ড. সাবিহা ইয়াসমিন রোজী বলেন, ব্রেস্ট ক্যান্সার কেবল একটি শারীরিক রোগ নয়, এটি নারীর মানসিক, সামাজিক ও পারিবারিক জীবনে গভীর প্রভাব ফেলে। তাই ক্যান্সার কেয়ারে জেন্ডার দৃষ্টিকোণ যুক্ত করা অত্যন্ত প্রয়োজন।

বিশেষ অতিথি অধ্যাপক ড. সানজিদা আক্তার বলেন, সচেতনতা বাড়ানোর পাশাপাশি নারী ও পুরুষ উভয়ের মধ্যে সহমর্মিতা ও সমর্থনের পরিবেশ তৈরি করতে হবে, যাতে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিরা সম্মান ও ভালোবাসা নিয়ে বাঁচতে পারেন।

সভাপতি বক্তব্যে অধ্যাপক ডা. হালিদা হানুম আখতার বলেন, প্রতিরোধই সর্বোত্তম চিকিৎসা। তাই ব্রেস্ট ক্যান্সার বিষয়ে প্রাথমিক জ্ঞান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং দ্রুত শনাক্তকরণের ওপর গুরুত্ব দিতে হবে।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দুইজন ক্যান্সার সার্ভাইভার। তা হলেন সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের (সিসিসিএফ) প্রেসিডেন্ট রোকশানা আফরোজ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মাহবুবা পান্না। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনেনর (সিসিসিএফ) ক্যান্সার সার্ভাইভার ও সাধারণ সম্পাদক জাহান-ই-গুলশান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপি হেডকোয়ার্টার্সে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত
সাবেক সিপিএ চেয়ারম্যান কেরানীগঞ্জ কারাগারে বন্দি আছেন
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-ভারত ম্যাচ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু
দুর্নীতি, অনিয়ম ও হয়রানির অভিযোগে দুই জেলায় দুদকের অভিযান
রাজবাড়ি ও উপাধি নিয়ে চাপের মুখে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু
নির্বাচনের প্রস্তুতি: সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির মতবিনিময় বৃহস্পতিবার
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব
চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ে চুক্তির ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী
জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া আমাদের কোনো উপায় নেই : আখতার হোসেন
১০