জাইমা রহমানের জন্মদিনে ঘর পেলেন জুলাই শহীদের মা

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৮:২২
ছবি : বাসস

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে জুলাই শহীদ রনির মা সাহেনা বেওয়াকে নতুন ঘর উপহার দেওয়া হয়েছে।

শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাশ গ্রামে মানবিক এই উদ্যোগের পৃষ্ঠপোষকতা ও সার্বিক তত্ত্বাবধান করেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম।

উপহার পেয়ে রনির মা বলেন, আমার ছেলেকে হারিয়েছি। কিন্তু আজ মনে হচ্ছে আবার একটা পরিবার পেয়েছি। শাহে আলম আমার ছেলের মতোই। 

এ সময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের জন্য দোয়া করেন।

বাড়ির চাবি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাবসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ২০ জুলাই বিকেলে ঢাকার সাভারে গুলিতে নিহত হন বগুড়ার শিবগঞ্জের পঞ্চদাশ গ্রামের রিকশাচালক রনি প্রামাণিক। এ সময় তিনি অসুস্থ ছেলের ওষুধ কিনতে বের হয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান। লাশ বগুড়ার শিবগঞ্জের বাড়িতে আনার মতো সামর্থ্যও ছিল না।

পরে স্থানীয়দের সহযোগিতায় অ্যাম্বুলেন্স ভাড়া করে স্ত্রী, দুই সন্তানসহ লাশ গ্রামের বাড়িতে আনা হয়। ২১ জুলাই শিবগঞ্জের বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাশ গ্রামে জানাজা শেষে মরদেহ দাফন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় শক্তিশালী অভিযোজন প্রচেষ্টার আহ্বান বিমসটেকের
মতিঝিল-শাহবাগ সেকশনে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু
ঢাবিতে ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় আলোচনা সভা অনুষ্ঠিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: নাজিম উদ্দিন আলম
সুস্থ জাতি গঠনে মা ও শিশুর সুস্থতা অপরিহার্য: সিনিয়র সচিব মমতাজ আহমেদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ
আইআইইউসি টাওয়ার অর্থ আত্মসাতের অভিযোগে ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
চুয়াডাঙ্গায় দুদকের ১৮৮ তম গণশুনানি আগামীকাল
নীতি-আদর্শ ছাড়া শুধু দল ও নেতা পরিবর্তনে শান্তি আসতে পারে না: ফয়জুল করীম
দিনাজপুরে মাদক সহ আটক ২  
১০