রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম : দুদক

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৭:২৩

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের গ্রেফতার সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ১৯ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের মামলায় রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম।

দুদক জানায়, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে মো. নজরুল ইসলাম কোটি টাকার অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে গ্রেফতার হন।

এর আগে গত ২৩ অক্টোবর দুদকের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করে আদালতে উপস্থাপন করা হলে, তদন্তের স্বার্থে ৭ দিনের রিমান্ড আবেদন করে দুদক। পরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, নজরুল ইসলাম চেয়ারম্যান থাকাকালে অন্যান্য আসামিদের সঙ্গে যোগসাজশে রাজধানীর ৩৬, তোপখানা রোডে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নামে ৩৩.৫৬ শতাংশ জমি ও ভবন ২০৭ কোটি ৬০ লাখ টাকায় ক্রয়-বিক্রয়ের মাধ্যমে ৪৫ কোটি টাকা স্থানান্তর করেন। পরবর্তীতে উক্ত অর্থের উৎস, প্রকৃতি ও অবস্থান গোপনের উদ্দেশ্যে তা বিভিন্ন ব্যাংক হিসাবে হস্তান্তর করা হয়।

দুদক জানায়, তদন্তে দেখা গেছে, ওই ৪৫ কোটি টাকার মধ্যে নজরুল ইসলাম ও তার স্ত্রী তাসলিমা ইসলাম পরস্পর যোগসাজশে ১৯ কোটি ৫০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় তিনি অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আমি চাই দল চ্যালেঞ্জের মুখে পড়ুক : লিটন
আঞ্চলিক স্থিতিশীলতায় মালদ্বীপের সঙ্গে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র
কক্সবাজারে সংরক্ষিত বনাঞ্চল ধ্বংসের ঘটনায় মামলা দায়ের 
অর্থনৈতিক উন্নয়নের গ্রহণযোগ্য সমাধান ইনক্লুসিভ ডেভেলপমেন্ট: মান্না
জনসংখ্যা গবেষণা ও পরিকল্পনা প্রণয়নে ঢাবি-ইউএনএফপিএ চুক্তি স্বাক্ষরিত
পরিবহন সেক্টর দেশের অর্থনীতিতে বড় অবদান রেখেছে: এ্যাড. শিমুল বিশ্বাস
শাহজালালে অগ্নিকাণ্ড তদন্তে সহায়তায় ঢাকায় তুরস্কের বিশেষজ্ঞ দল
ডলফিন বাঁচলে নদী বাঁচবে, নদী বাঁচলে মানুষও বাঁচবে : পরিবেশ উপদেষ্টা  
গাজাবাসীর জন্য পুনাকের খাদ্য সহায়তা
নেপালের অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় যুক্ত হলেন দুই তরুণ ব্যক্তিত্ব
১০