পরিবহন সেক্টর দেশের অর্থনীতিতে বড় অবদান রেখেছে: এ্যাড. শিমুল বিশ্বাস

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৯:৫৯
ছবি: শামসুর রহমান শিমুল বিশ্বাসের ফেসবুক পেইজ

বগুড়া, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস): বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও বিআইডব্লিউটিসি’র সাবেক চেয়ারম্যান এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তনে শ্রমিক সংগঠনের অবদান সর্বজনস্বীকৃত। 

তিনি আরও বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে প্রশাসনের ভূমিকা অপরিসীম। পরিবহন সেক্টর দেশের অর্থনীতিতে বড় অবদান রেখেছে।

আজ রোববার শামসুর রহমান শিমুল বিশ্বাস বগুড়া জেলার ইসলামপুর হরিগাড়িতে মোটর শ্রমিক ড্রাইভিং ট্রেনিং সেন্টারে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটি রাজশাহী ও রংপুর বিভাগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, পরিবহন হচ্ছে সেবামূলক সেক্টর। লক্ষাধিক মানুষ পরিবহন সেক্টরে জড়িয়ে আছে। তাদের পরিবারের জীবন, জীবিকা পরিবহনের ওপর নির্ভরশীল। গুটিকয়েক চাঁদাবাজের জন্য পুরো পরিবহন সেক্টর কলঙ্কিত হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকার পরিবহন জগতকে লুটপাটের মহোৎসবে পরিণত করেছিল।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি মো. আব্দুল হামিদ মিটুলের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির খান।

সভায় আরো বক্তব্য রাখেন— রফিকুল ইসলাম, সাদাকালুত বারী, রাসেল মন্ডল, মুশফিকুর রহমান, শাহ আলম মুক্তি, সুলতান তালুকদার, হাসান আলী, মিলন চন্দ্র বোস ও শ্রী বিনয় কুমার দেব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু
দুর্নীতি, অনিয়ম ও হয়রানির অভিযোগে দুই জেলায় দুদকের অভিযান
রাজবাড়ি ও উপাধি নিয়ে চাপের মুখে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু
নির্বাচনের প্রস্তুতি: সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির মতবিনিময় বৃহস্পতিবার
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব
চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ে চুক্তির ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী
জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া আমাদের কোনো উপায় নেই : আখতার হোসেন
ডিএসইতে লেনদেন কমেছে, সূচকে মিশ্র প্রবণতা
দারফুরের আল-ফাশের শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিল সুদানের আরএসএফ
সাতকানিয়ায় পাহাড় কাটায় ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা
১০