জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় বৈশ্বিক আর্থিক ও কারিগরি সহায়তা অপরিহার্য: পরিবেশ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৯:২৪
আজ রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের সভাকক্ষে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস): পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় বৈশ্বিক কারিগরি ও আর্থিক সহায়তা অপরিহার্য।

তিনি বলেন, বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করতে প্রশাসনের ভেতরে গবেষণা, নীতি প্রণয়ন ও অ্যাকশন প্ল্যান তৈরি জরুরি। ১০০ বিলিয়ন ডলারের জলবায়ু তহবিল নিয়ে দীর্ঘদিন আলোচনা চললেও এর বাস্তবায়নে এখনও ঘাটতি রয়েছে।

আজ রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের সভাকক্ষে ‘দ্য ড্রাফট পজিশন পেপার ফর কপ-৩০’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, জলবায়ু আলোচনায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে বাংলাদেশ, ভুটান ও নেপালকে নিয়ে একটি কার্যকর গ্রুপ গঠন করা গেলে তা হবে অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। পরিকল্পিত যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও যৌথ উদ্যোগ জলবায়ু কূটনীতিকে আরও শক্তিশালী করবে।

তিনি বলেন, “বাংলাদেশ অনেক কিছু শিখেছে, তবে ক্লাইমেট জাস্টিস, ফান্ডিং, প্রজেকশন এবং শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে আরও সক্রিয় হতে হবে। প্রতিবাদ ও ভালোবাসা থাকলেও বাস্তবায়নের ঘাটতি রয়ে গেছে। 

এখন সমন্বিত উদ্যোগই একমাত্র পথ।”

কর্মশালায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান।

এ সময় বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন উইং) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, জলবায়ু বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত, যুগ্ম সচিব ধরিত্রী কুমার সরকার এবং পরিচালক (জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক কনভেনশন) মির্জা শওকত আলী।

অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় দেশের জলবায়ু বিশেষজ্ঞ ও অ্যাক্টিভিস্টরা অংশ নেন। তাঁরা আসন্ন কপ-৩০ সম্মেলনে বাংলাদেশের পক্ষে আরও জোরালো ও কৌশলগত অবস্থান উপস্থাপনের আহ্বান জানান।

এর আগে উপদেষ্টা রাজধানীর ইস্কাটন গার্ডেনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার কার্যালয়ে “বাংলাদেশ স্টিল ইন্ডাস্ট্রি : ড্রাইভিং সাস্টেইনেবিলিটি, সেইসমিক রেজিলিয়েন্স অ্যান্ড অ্যাডভান্সড রিফাইনড স্টিল ফর ম্যাক্সিমাম কাস্টমার স্যাটিসফ্যাকশন” শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন।

পরে তিনি আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (আইএফএডি)-এর কান্ট্রি ডিরেক্টর ও প্রতিনিধি ড. আইআর ভ্যালেন্টাইন একনেকহোর সঙ্গে বৈঠক করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজবাড়ি ও উপাধি নিয়ে চাপের মুখে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু
নির্বাচনের প্রস্তুতি: সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির মতবিনিময় বৃহস্পতিবার
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব
চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ে চুক্তির ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী
জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া আমাদের কোনো উপায় নেই : আখতার হোসেন
ডিএসইতে লেনদেন কমেছে, সূচকে মিশ্র প্রবণতা
দারফুরের আল-ফাশের শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিল সুদানের আরএসএফ
সাতকানিয়ায় পাহাড় কাটায় ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা
কমনওয়েলথ বাংলাদেশে নির্বাচনের পরিবেশ ও প্রস্তুতি মূল্যায়ন করতে এসেছে : লিনফোর্ড অ্যান্ড্রুজ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় শক্তিশালী অভিযোজন প্রচেষ্টার আহ্বান বিমসটেকের
১০