কক্সবাজারে সংরক্ষিত বনাঞ্চল ধ্বংসের ঘটনায় মামলা দায়ের 

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ২০:১০ আপডেট: : ২৬ অক্টোবর ২০২৫, ২০:১৩
ছবি : বাসস

কক্সবাজার, ২৬ অক্টোবর ২০২৫ (বাসস): জেলায় প্রতিবেশ সংকটাপন্ন এলাকা সোনাদিয়া দ্বীপে সংরক্ষিত বনাঞ্চল দখল ও প্যারাবন কেটে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের ঘটনায় ১০ জনের নাম উল্লেখ সহ ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর।

শনিবার দিবাগত রাতে মহেশখালী থানায় মামলাটি দায়ের করেন পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল লতিফ জনি।

সহকারী পরিচালক মো. আব্দুল লতিফ জনি জানান, সংরক্ষিত বন দখল ও প্যারাবন কেটে চিংড়িঘের তৈরির খবর পাওয়ার পরপরই পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে একটি দল সরেজমিন পরিদর্শন করে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়েছে। 

এ মামলার আসামিরা হলেন- সোনাদিয়া দ্বীপের মোহাম্মদ হোসেন, আঞ্জু মিয়া, ছোট মিয়া, দানু মিয়া, বাবুল মিয়া ও গুরা মিয়া, মোহাম্মদ সোহেল, হাবিব উল্লাহ, বড় মহেশখালী এলাকার মো. সুফি প্রকাশ সুফি মেম্বার, মোহাম্মদ রশিদসহ মোট ২০ জন। 

মামলা নথিভুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, সোনাদিয়া দ্বীপে প্যারাবন ধ্বংস করে চিংড়িঘের তৈরির ঘটনায় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা সহ মোট ২০ জনের বিরুদ্ধে একটি এজাহার জমা দেয়া হয়েছে। এজাহারটি নথিভুক্ত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আদিব, সদস্যসচিব আমির
অপ ও অসত্য তথ্য প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সভা অনুষ্ঠিত
শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের স্বস্তি প্রকাশ
শেখ হাসিনার ফাঁসির রায়ে কচুয়ায় আনন্দ মিছিল
ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়ায় বিএনপি : ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে
জাতীয় নিরাপত্তার স্বার্থে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার অনুরোধ জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির
মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মী গ্রেফতার
জলবায়ুজনিত ক্ষতিপূরণ তহবিল ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছাতে হবে : ফরিদা আখতার
২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে
১০