কক্সবাজারে সংরক্ষিত বনাঞ্চল ধ্বংসের ঘটনায় মামলা দায়ের 

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ২০:১০ আপডেট: : ২৬ অক্টোবর ২০২৫, ২০:১৩
ছবি : বাসস

কক্সবাজার, ২৬ অক্টোবর ২০২৫ (বাসস): জেলায় প্রতিবেশ সংকটাপন্ন এলাকা সোনাদিয়া দ্বীপে সংরক্ষিত বনাঞ্চল দখল ও প্যারাবন কেটে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের ঘটনায় ১০ জনের নাম উল্লেখ সহ ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর।

শনিবার দিবাগত রাতে মহেশখালী থানায় মামলাটি দায়ের করেন পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল লতিফ জনি।

সহকারী পরিচালক মো. আব্দুল লতিফ জনি জানান, সংরক্ষিত বন দখল ও প্যারাবন কেটে চিংড়িঘের তৈরির খবর পাওয়ার পরপরই পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে একটি দল সরেজমিন পরিদর্শন করে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়েছে। 

এ মামলার আসামিরা হলেন- সোনাদিয়া দ্বীপের মোহাম্মদ হোসেন, আঞ্জু মিয়া, ছোট মিয়া, দানু মিয়া, বাবুল মিয়া ও গুরা মিয়া, মোহাম্মদ সোহেল, হাবিব উল্লাহ, বড় মহেশখালী এলাকার মো. সুফি প্রকাশ সুফি মেম্বার, মোহাম্মদ রশিদসহ মোট ২০ জন। 

মামলা নথিভুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, সোনাদিয়া দ্বীপে প্যারাবন ধ্বংস করে চিংড়িঘের তৈরির ঘটনায় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা সহ মোট ২০ জনের বিরুদ্ধে একটি এজাহার জমা দেয়া হয়েছে। এজাহারটি নথিভুক্ত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু
দুর্নীতি, অনিয়ম ও হয়রানির অভিযোগে দুই জেলায় দুদকের অভিযান
রাজবাড়ি ও উপাধি নিয়ে চাপের মুখে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু
নির্বাচনের প্রস্তুতি: সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির মতবিনিময় বৃহস্পতিবার
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব
চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ে চুক্তির ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী
জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া আমাদের কোনো উপায় নেই : আখতার হোসেন
ডিএসইতে লেনদেন কমেছে, সূচকে মিশ্র প্রবণতা
দারফুরের আল-ফাশের শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিল সুদানের আরএসএফ
সাতকানিয়ায় পাহাড় কাটায় ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা
১০