অর্থনৈতিক উন্নয়নের গ্রহণযোগ্য সমাধান ইনক্লুসিভ ডেভেলপমেন্ট: মান্না

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ২০:০৮
ছবি : বাসস

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অর্থনৈতিক উন্নয়নের সবচেয়ে গ্রহণযোগ্য সমাধান ইনক্লুসিভ ডেভেলপমেন্ট। অর্থাৎ অর্থনৈতিক কর্মকাণ্ডে কেউ বঞ্চিত থাকবে না। যেটুকু কাজ কিংবা উন্নয়ন হোক সবকিছু যেন সুষম বন্টন হয়।

আজ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে বাংলাদেশ স্টাডি ফোরাম (বিডিএসএফ) আয়োজিত ‘রাজনৈতিক বক্তৃতামালা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা উন্নত একটি জীবন চাই। আর উন্নত জীবনের জন্য দরকার উন্নত একটি দেশ। এমন একটি দেশ চাই, যে দেশের মানুষের মৌলিক চাহিদাগুলোর কোনো সংকট থাকবে না। দেশের মানুষ একে অপরকে সম্মান করবে। মানুষ মানুষের মতো বাঁচতে পারবে এবং নিজের সামাজিক ও সাংস্কৃতিক সব কিছুর বিকাশের সুযোগ থাকবে।’

মাহমুদুর রহমান মান্না বলেন, আমাদের দেশের ৬ কোটি মানুষের নির্দিষ্ট কোনো আয় নেই। সরকারকে এই মানুষগুলোর নির্দিষ্ট আয়ের ব্যবস্থা করে দিতে হবে। অন্তত ৬ কোটি মানুষ ডাক্তারের ফী দিতে পারে না। ঔষধ কিনতে পারে না। তাদের উন্নয়ন করা দরকার। এই উন্নয়নমূলক রাজনীতিটাই এখন বাংলাদেশে দরকার। সবগুলো সমস্যা এক একটি করে সমাধান করা দরকার।

তিনি আরও বলেন, ‘আমি এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ভালো ও সুষ্ঠু ভোট হোক। যেখানে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হোক। মানুষ শিখুক এই দলের ওপর আমি নির্ভর করতে পারি। এই দল যদি ক্ষমতায় যায়, তারা দেশের মানুষের জন্য ভাববে। তারা জনগণের সকল সমস্যা সমাধান করার পথ জানবে এবং তাদের দেওয়া সকল আকাঙ্ক্ষা পূরণ করবে।’

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্বাফী রতন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম ও জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু
দুর্নীতি, অনিয়ম ও হয়রানির অভিযোগে দুই জেলায় দুদকের অভিযান
রাজবাড়ি ও উপাধি নিয়ে চাপের মুখে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু
নির্বাচনের প্রস্তুতি: সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির মতবিনিময় বৃহস্পতিবার
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব
চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ে চুক্তির ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী
জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া আমাদের কোনো উপায় নেই : আখতার হোসেন
ডিএসইতে লেনদেন কমেছে, সূচকে মিশ্র প্রবণতা
দারফুরের আল-ফাশের শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিল সুদানের আরএসএফ
সাতকানিয়ায় পাহাড় কাটায় ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা
১০