
বান্দরবান, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার থানচি উপজেলার বলীবাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়েছে।
গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় ব্যবসায়ীরা কিছুই রক্ষা করতে পারেননি।
ভুক্তভোগী এক মুদি দোকানদার বলেন, ‘হঠাৎ রাতে আগুনের বিকট শব্দ শুনে প্রাণ বাঁচাতে দোকান থেকে বের হয়ে আসি। দোকানের কোনো মালামাল বা টাকা-পয়সা কিছুই নিতে পারিনি।’
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার সময় বাজারের অধিকাংশ দোকান বন্ধ ছিল। ফলে আগুন ছড়িয়ে পড়লেও কেউ প্রতিরোধ করতে পারেনি। ধারণা করা হচ্ছে এ অগ্নিকাণ্ডে কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে।
থানচি ফায়ার সার্ভিসের স্টেশন লিডার পেয়ার মুহম্মদ জানান, “রাত দেড়টার দিকে আগুন লাগে, তবে আমরা খবর পাই রাত ২টার দিকে। দুর্গমতার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হয়। তবে ৩৮ বিজিবির সদস্য ও স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।”
তিনি আরও বলেন, “স্থানীয়দের ভাষ্যমতে ধারণা করা হচ্ছে, একটি চায়ের দোকানের লাকড়ির চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।”
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত পুনর্বাসন ও সহায়তা পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, ২০২২ সালেও একই বলীবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫২টি দোকান পুড়ে ছাই হয়েছিল।