
ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুকের দুর্দান্ত সেঞ্চুরির পরও নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করল সফরকারী ইংল্যান্ড। আজ সিরিজের প্রথম ওয়াডেতে নিউজিল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরেছে ইংলিশরা। ১৩৫ রানের লড়াকু ইনিংস খেলেন ব্রুক।
মাউন্ট মঙ্গানুইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের দুই পেসার ম্যাট হেনরি ও জাকারি ফোকসের তোপের মুখে পড়ে ষষ্ঠ ওভারে ১০ রানে ৪ উইকেট হারায় ইংল্যান্ড। এরপর ৫৬ রানে ষষ্ঠ উইকেট পতন হয় ইংলিশদের।
ইনিংসের প্রথম বলে জেমি স্মিথকে শূন্য ও জশ বাটলারকে ৪ রানে শিকার করেন হেনরি। আরেক ওপেনার বেন ডাকেট-জো রুট ও জ্যাকব বেথেলকে ২ রানে এবং স্যাম কারানকে ৬ রানে বিদায় দেন ফোকস।
উইকেট পতন ঠেকিয়ে ইংল্যান্ডকে চাপমুক্ত করার চেষ্টা করেন ব্রুক ও জেমি ওভারটন। ৮৭ বলে ৮৭ রানের জুটিতে ইংলিশদের দেড়শ রানের কাছাকাছি নিয়ে যান তারা। দলীয় ১৪৩ রানে ওভারটনকে আউট করে নিউজিল্যান্ডকে ব্রেক-থ্রু এনে দেন পেসার জ্যাকব ডাফি। ৫৪ বল খেলে ৬ চার ও ১ ছক্কায় ৪৬ রান করেন ওভারটন।
সপ্তম ব্যাটার হিসেবে ওভারটন ফেরার পর ১৬৬ রানে নবম উইকেট হারায় ইংল্যান্ড। তখন ৭৩ বলে ৮৫ রান নিয়ে ক্রিজে ছিলেন ব্রুক।
শেষ ব্যাটার লুক উডকে নিয়ে দশম উইকেটে ৩২ বলে রেকর্ড ৫৭ রানের জুটি গড়েন ব্রুক। ওয়ানডেতে দশম ও শেষ উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি ইংল্যান্ডের।
রেকর্ড জুটি গড়ার পথে ৮২ বলে ওয়ানডেতে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান ব্রুক। শেষ ব্যাটার হিসেবে ব্রুক আউট হলে ৩৫.২ ওভারে ২২৩ রানে অলআউট হয় ইংল্যান্ড। ৯টি চার ও ১১টি ছক্কায় ১০১ বলে ক্যারিয়ার সেরা ১৩৫ রান করেন ব্রুক। ৫ রানে অপরাজিত থাকেন উড। নিউজিল্যান্ডের ফোকস ৪১ রানে ৪ উইকেট নেন।
২২৪ রান তাড়া করতে নেমে পেসার ব্রাইডন কার্সের বোলিং নৈপুন্যে ৬৬ রানে ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড। উইল ইয়ং ৫, কেন উইলিয়ামসন গোল্ডেন ডাক ও টম লাথাম ২৪ রান করে কার্সের শিকার হন।
পঞ্চম উইকেটে ৯৩ বলে ৯২ রানের জুটিতে নিউজিল্যান্ডকে লড়াইয়ে রাখেন ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েল। ৫১ বলে ৫১ রান করে ব্রেসওয়েল ফিরলেও, নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মিচেল।
ষষ্ঠ উইকেটে অধিনায়ক মিচেল স্যান্টনারের সাথে ৫০ বলে ৪৯ এবং সপ্তম উইকেটে নাথান স্মিথের সাথে অবিচ্ছিন্ন ১৭ রান যোগ করেন মিচেল। স্যান্টনার ২৭, মিচেল ৭ চার ও ২ ছক্কায় ৯১ বলে অপরাজিত ৭৮ ও স্মিথ ৫ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের কার্স ৩ উইকেট নেন। দুর্দান্ত ইনিংসের সুবাদে ম্যাচ সেরা হন ব্রুক।
আগামী ২৯ অক্টোবর হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে দু’দল।