খুলনায় কোভিড রেসপন্স অ্যান্ড রিকভারি প্রকল্পের কর্মশালা

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৯:১৩
খুলনায় কোভিড রেসপন্স অ্যান্ড রিকভারি প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত। ছবি : বাসস

খুলনা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস): খুলনা বিভাগের ৩৭টি পৌরসভা ও সিটি কর্পোরেশনে ‘লোকাল গভার্মেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি’ শীর্ষক প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রকল্পের আওতায় চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের চ্যালেঞ্জ ও মোকাবেলার কৌশল সংক্রান্ত এ কর্মশালা আজ রোববার দুপুরে সিটি কর্পোরেশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) এম এ আকমল হোসেন আজাদ।

কর্মশালায় সভাপতিত্ব করেন এলজিসিআরআরপি’র প্রকল্প পরিচালক নাজমুস সাদাত মো. জিল্লুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ বলেন, লোকাল গভার্মেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট এর উদ্দেশ্য হলো স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো এবং অর্থনৈতিক উন্নয়নমূলক কাজের অগ্রগতি জোরদার করা। একইসঙ্গে মহামারি, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের মানুষের যে ক্ষতি হয়েছে তা পূরণে সহযোগিতা করা। 

তিনি বলেন, কোভিডের সময় প্রচুর মানুষ তাদের কর্মসংস্থান হারিয়েছেন। আগামীতে এমন পরিস্থিতি মোকাবেলায় সবাই যেন প্রস্তুত থাকতে পারে সে লক্ষ্যে এই প্রকল্প কাজ করে চলেছে। খুলনা বিভাগের ৩৭টি পৌরসভা এবং সিটি কর্পোরেশন এ প্রকল্পের আওতায় আছে।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লীপ্রতিষ্ঠান বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) মো. বাবুল মিঞা, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, এলজিডি’র খুলনা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মোহা. নূরুল ইসলামসহ প্রকল্পের ঢাকা ও খুলনার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। 

খুলনা বিভাগের ৩৭ টি পৌরসভা ও সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন।

কর্মশালা জানানো হয়, করোনা পরবর্তী ২০২২ সালে বিশ্বব্যাংকের সহায়তায় উল্লিখিত প্রকল্পে কাজ শুরু হয়। 

যার মেয়াদ এক বছর বৃদ্ধি করে ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হবে। এ প্রকল্পের আওতায় সড়ক, ড্রেন, কালভার্ট, ফুটপাত, মার্কেট, কিচেন মার্কেট ও পাবলিক টয়লেট নির্মাণসহ বিভিন্ন কার্যক্রম রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজবাড়ি ও উপাধি নিয়ে চাপের মুখে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু
নির্বাচনের প্রস্তুতি: সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির মতবিনিময় বৃহস্পতিবার
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব
চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ে চুক্তির ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী
জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া আমাদের কোনো উপায় নেই : আখতার হোসেন
ডিএসইতে লেনদেন কমেছে, সূচকে মিশ্র প্রবণতা
দারফুরের আল-ফাশের শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিল সুদানের আরএসএফ
সাতকানিয়ায় পাহাড় কাটায় ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা
কমনওয়েলথ বাংলাদেশে নির্বাচনের পরিবেশ ও প্রস্তুতি মূল্যায়ন করতে এসেছে : লিনফোর্ড অ্যান্ড্রুজ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় শক্তিশালী অভিযোজন প্রচেষ্টার আহ্বান বিমসটেকের
১০